বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। হাওয়া অফিস বলছে নতুন সপ্তাহের মাঝামাধি সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী তৈরি হতে পারে।
রাজ্যের বিভিন্ন জেলার আকাশ এদিনও মেঘলা থাকবে। তার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে এইসব জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এবং সেটি খুব ধীরগতিতে বাংলার দিকে সরছে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টি হলেও তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে পূর্বাভাসে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
হাওয়া অফিস বলছে, আগামী বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ কালবৈশাখীর মতো ঝড়ের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মোট ৬ জেলা -অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রা তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরের মতো দক্ষিণবঙ্গের ছয় জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেগিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্দের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।