আজ পৌষসংক্রান্তি। অন্যবারের মতো পৌষের ঠান্ডার কামড় নেই এবার। সকাল থেকে মেঘলা আকাশ। সঙ্গে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
পাশাপাশি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় খুব একটা পরিবর্তন হবে না।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতন ঘটবে। গোলে ফের ঠান্ডার অনুভূতি বাড়বে এই জেলাগুলিতে।
পাশাপাশি, ঘন কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গের জেলাগুলি। এরপর ১৬ তারিখ থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।