Bengal Weather Update: আজ, সোমবারই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপটি। মৌসম বিভাগ জানিয়েছে, ২১ মার্চের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সাইক্লোন 'অশনি'-র।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্র, বিদ্যুৎয়েরও সম্ভাবনা আছে।
২২ মার্চ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে।
আজই নিকোবর দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে পারে সাইক্লোন। তবে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করার জন্য পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না। পূর্বের কোনও এলাকাতেই এর প্রভাব পড়বে না।