Weather Update: এবছরে দুর্বল বর্ষা দক্ষিণবঙ্গে। ফলে ছিটেফোঁটা বৃষ্টিতেই মন ভেজাতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের। এদিকে, উত্তরবঙ্গেও তীব্র গরম কাটিয়ে রবিবার থেকে নেমেছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে কবে থেকে ভারী বর্ষা?
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪-৫ দিন বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
মৌসুমী অক্ষরেখা আরব সাগর থেকে উত্তর ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও তা দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে।
দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ভারী বৃষ্টির দেখা নেই। কলকাতাতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। মালদহ এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।