scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: গরমে বাড়ছে অস্বস্তি, বৃষ্টির দেখা পাবে কি রাজ্যবাসী?

দিন দুয়েক মেঘলা থাকলেও গরমের তীব্রতা বিন্দুমাত্রও কমেনি
  • 1/7

দিন দুয়েক মেঘলা থাকলেও গরমের তীব্রতা বিন্দুমাত্রও কমেনি। সেক্ষেত্রে, কেমন হতে চলেছে আগামী কয়েকদিনের তাপমাত্রা?
 

এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, উত্তরবঙ্গ ছাড়া
  • 2/7

আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, উত্তরবঙ্গ ছাড়া।
 

আজ দিনভর পরিষ্কার আকাশই থাকবে
  • 3/7

আজ দিনভর পরিষ্কার আকাশই থাকবে। অর্থাৎ, রৌদ্রজ্জ্বল থাকবে দিন।
 

Advertisement
গরমে হাঁসফাঁস করবে রাজ্যবাসী
  • 4/7

আগামী চার-পাঁচদিনে তাপমাত্রা খুব একটা বাড়া-কম করবে না। যারফলে গরমে হাঁসফাঁস করবে রাজ্যবাসী।
 

তবে উত্তরবঙ্গে ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে
  • 5/7

তবে উত্তরবঙ্গে ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
 

এ ক'দিন বাতাস খুবই শুষ্ক
  • 6/7

এ ক'দিন বাতাস খুবই শুষ্ক। তার ফলে আগামী ৫ দিন শুষ্কই থাকবে আবহাওয়া। 
 

কলকাতার ক্ষেত্রে এক ডিগ্রি মতো  তাপমাত্রা কমতে পারে
  • 7/7

কলকাতার ক্ষেত্রে এক ডিগ্রি মতো  তাপমাত্রা কমতে পারে। 
 

Advertisement