scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: তাপমাত্রা অনেকটা নামবে ৮ তারিখ, জাঁকিয়ে শীতের কী পূর্বাভাস?

রাজ্যে
  • 1/7

রাজ্যে হালকা শীতের আমেজ। কালীপুজোর রাত থেকে রাতের দিকে পারদ পতন হয়েছে। তবে জাঁকিয়ে শীত পড়ছে কবে?
 

আগামী
  • 2/7

আগামী তিনদিন আকাশ পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই বাতাসে আর্দ্রতা কমবে। 

রাতের
  • 3/7

রাতের তাপমাত্রা যা রয়েছে তার থেকে ১-২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
 

Advertisement
৮ তারিখ
  • 4/7

৮ তারিখ থেকে তাপমাত্রা ২ ডিগ্রি কমবে। ৯ তারিখ থেকে তাপমাত্রা আবার ১৯.৭ডিগ্রি হবে।
 

৯ তারিখ
  • 5/7

৯ তারিখ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ সৃষ্টি হবে, তার জন্য শীতের উত্তর দিক থেকে আসা উত্তরে হাওয়া বাধা পাবে।
 

উত্তরবঙ্গ
  • 6/7

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে। কিন্তু বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
 

তার ফলে
  • 7/7

তার ফলে তাপমাত্রার বিশেষ বদল হবে না। তবে জাঁকিয়ে শীত কবে পড়ছে তা এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement