বসন্তের ফাগুনে আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। জেলায় জেলায় হালকা বৃষ্টি-সহ কলকাতায় মেঘলা আকাশ। রবিবার হালকা রোদের দেখা মিলেছে। তবে আজ থেকে ফের বদলাতে চলেছে তাপমাত্রা। কালবৈশাখীরও সম্ভাবনা আছে।
বুধবার থেকে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ১৩ ও ১৪ তারিখ দার্জিলিঙে ভারী বৃষ্টি হতে পারে।
পশ্চিমবঙ্গের কিছু জেলা এবং বিহার, ঝাড়খণ্ডে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস।