শীতের দাপুটে ব্যাটিং সবে শুরু। কাঁপছে কলকাতা থেকে জেলা। আবহাওয়া অফিস সূত্রে খবর, আরও কমতে পারে তাপমাত্রা।
দিন কয়েকেই ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী। গত ৩ দিন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাজ্যজুড়ে। বৃহস্পতিবার, কলকাতায় ১২ ডিগ্রি ছুঁয়ে ফেলে পারদ। জেলাগুলিতে কোথাও ৬ তো কোথাও আবার ১০ ডিগ্রি তাপমাত্রা।
গতকাল ছিল বছরের সবচেয়ে শীতলতম দিন। আগামী ২৪ ঘণ্টায় কলকাতাতে আরও ২ ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (IMD Kolkata)।
উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি কমতে পারে। আগামী ছ'-সাতদিন রাজ্যজুড়েই ১৫ ডিগ্রির নীচে থাকবে তাপমাত্রা।
সঙ্গে বাড়বে উত্তুরে হওয়ার দাপট। তাপমাত্রা কম হওয়ার সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে জাঁকিয়ে ঠান্ডা পড়বে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহারে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা আরও দিন দুয়েক থাকবে।