লক্ষ্মীপুজোতেও বৃষ্টির বিরাম নেই। আগামী তিন থেকে চারদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়। কারণ, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে।
একটি অক্ষরেখা উত্তর পূর্ব উত্তর প্রদেশে অবস্থান করছে। এর ফলেই রাজ্যে হাওয়া ঢুকছে। যে কারণে আগামী ৩ থেকে ৪ দিন আবহাওয়া খারাপ থাকবে।
তবে, ভারী বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিভিন্ন জেলায় বিশেষ করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎও থাকবে।