West Bengal Weather Forecast: আগামী আরও চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। সঙ্গে থাকবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
শুক্রবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হয় হালকা ঝড়-বৃষ্টিপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়।
আপাতত দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
মূলত, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় বজ্র-বিদ্যুৎ বেশি থাকবে। ১৬ মে থেকে তা বাড়বে এবং আরও কিছু জেলাও যোগ হবে।
আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন নেই। তাপমাত্রা খানিকটা বাড়ার সম্ভাবনা। আজও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।