জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে উধাও হতে পারে শীত। এর কারণ হল পশ্চিমি ঝঞ্ঝা। সুতরাং, সংক্রান্তি পড়তেই কনকনে ঠান্ডার দাপট কমার সম্ভাবনা আছে।
তাপমাত্রা বেড়ে কলকাতায় আজ ১৪ ডিগ্রি ছুঁয়েছে পারদ। তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে, যা দিন কয়েক স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। আজ কলকাতায় সর্বোচ্চ ২৬ ডিগ্রি পর্যন্ত থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি থাকলেও বেলা বাড়লে ১৪ ডিগ্রিতে উঠবে তাপমাত্রা।
আগামী ৪ দিনই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণবঙ্গে ভোরের দিকে আপাতত থাকবে। বেলা গড়ালে কুয়াশা কাটিয়ে রোদ ঝলমলে আকাশ থাকবে।
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়ছে। উত্তুরে হাওয়া খানিকটা দুর্বল হয়ে এসেছে।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। তবে, বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই।