পর্যটকদের জন্য সুখবর। সিকিমে হতে পারে তুষারপাত। পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফলে শীত পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মরশুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। সামান্য হলেও তুষারপাত হতে পারে সিকিম সহ আশপাশের পার্বত্য এলাকায়।
এর কারণ দুটি পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবেই হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আবার এর প্রভাবে হাল্কা বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ৫ দিন কলকাতা ও তার আশপাশের এলাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ বা ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
কলকাতায় সকাল সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লে রোদ হবে ও তাপমাত্রা বাড়বে।
তবে আবহাওয়াবিদরা মনে করছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবহাওয়ার বদল হতে পারে। তাপমাত্রা আরও কমতে পারে। ফলে সেই সময় থেকে শীতের আমেজ ভালোভাবে পাওয়া যাবে।