scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weekly Weather Forecast: সন্ধে ও ভোর-রাতে ঠান্ডার আমেজ আর কতদিন ? জানিয়ে দিল আবহাওয়া দফতর

Weekly Weather Forecast
  • 1/10

শনিবারের তুলনায় রবিবার খুব সামান্যই বাড়ল শহরের ন্যূনতম তাপমাত্রা। তবে তা স্বাভাবিকের নীচেই রয়েছে। 

Weekly Weather Forecast
  • 2/10

তবে আলিপুর আবহাওয়া দফতর মনে করছে, তাপমাত্রা বড় কোনও পতন না হলেও, এবার শীতের বিদায় নিতে বেশ কিছুটা বেশি সময় লাগতে পারে। 
 

Weekly Weather Forecast
  • 3/10

হাওয়া অফিস বলছে আগামী ২ দিন পারদ নিম্নমুখী থাকবে। নতুন সপ্তাহে বিশেষ করে বুধবার থেকে তাপমাত্রার পারদ খানিকটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। রাতের তাপমাত্রা বিশেষ বাড়ার সম্ভাবনা আগামী বুধবার থেকে। 

Advertisement
Weekly Weather Forecast
  • 4/10

সাধারণভাবে মাঘের মাঝামাঝি থেকে শীত বিদায় নিতে শুরু করলেও এবার পরিস্থিতি খানিকটা অন্যরকম বলেই মনে হচ্ছে। কেননা এবার পূর্ব ভারতে উত্তরে হাওয়া এখনও রয়েছে। 
 

Weekly Weather Forecast
  • 5/10

রাজ্য জুড়ে বর্তমানে  ন্যূনতম তাপমাত্রা রয়েছে স্বাভাবিকে নীচে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই পরিস্থিতি বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
 

Weekly Weather Forecast
  • 6/10


দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে, আগামী ৩ দিন কিছুটা কুয়াশা থাকার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা বর্তমানে যেটা আছে তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি থেকে ৩  ডিগ্রি কম রয়েছে। আগামী ৩ দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বিশেষ করে উপকূলের কাছাকাছি বা দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।
 

Weekly Weather Forecast
  • 7/10

উত্তরবঙ্গে নিম্নমুখী থাকবে তাপমাত্রা, কিছুটা হলেও উপভোগ করা যাবে শীতের আমেজ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিনের শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং-এ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Advertisement
Weekly Weather Forecast
  • 8/10

কমবেশি দুই বঙ্গে আগামি কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

Weekly Weather Forecast
  • 9/10

কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী ২-৩ দিনে দিনের ও রাতের তাপমাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। 

Weekly Weather Forecast
  • 10/10

আগামী দিনে এরপর  তাপমাত্রা কমার খুব কম চান্স থাকছে। শীত আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম।

Advertisement