scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weekly Weather Update: রাজ্যে আবহাওয়ার বিরাট বদল, একাধিক জেলায় বৃষ্টি; শীত কি বিদায় নিল?

Weather Update
  • 1/10


আজ ১৫ জানুয়ারি,রবিবার, মকর সংক্রান্তি। সকাল থেকেই সাগরে মকরস্নানে নেমেছেন পূর্ণার্থীরা। যদিও এবারের সংক্রান্তিতে উধাও অন্যান্যবারের মতো চেনা শীত। 
 

Weather Update
  • 2/10

আবহাওয়াবিদদের মতে, ২০১০ সালের পর এবছর এমন ‘উষ্ণ’ মকরস্নান হচ্ছে। ৫৪ বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম মকর সংক্রান্তি  বাংলায়। ১৪ এবং ১৫ জানুয়ারি রাজ্যে তাপমাত্রা  স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। 

Weather Update
  • 3/10

প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে শহর কলকাতার তাপমাত্রা। যা কার্যত নজিরবিহীন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
 

Advertisement
Weather Update
  • 4/10

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 
 

Weather Update
  • 5/10

হাওয়া অফিস শীত বিদায়ের ইঙ্গিত না দিলেও জাঁকিয়ে ঠান্ডা যে আর সেভাবে পড়বে না, তা জানিয়ে দিয়েছে ৷ তবে জানুয়ারির শেষভাগে শীতের একটা স্পেল আসার সম্ভাবনা আবহবিদরা উড়িয়ে দিচ্ছেন না ৷

Weather Update
  • 6/10

হাওয়া অফিস বলছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে, কোথাও কোথাও ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে।
 

Weather Update
  • 7/10

নতুন সপ্তাহে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে রাজ্যে। ১৭ তারিখে রাতের দিকে বা ১৮ তারিখে সকালের দিকে উপকূলের কাছাকাছি কয়েক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 
 

Advertisement
Weather Update
  • 8/10

গঙ্গাসাগরে  ১৭,১৮ তারিখে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা থাকবে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ থেকে ২ ডিগ্রি বেশি থাকবে। 
 

 
 

 

 

Weather Update
  • 9/10

 উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধু দার্জিলিং,কালিম্পং-এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে সকলের দিকে কুয়াশা থাকবে বিশেষ করে জলপাইগুড়ি ও কোচবিহারে। উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না। 

Weather Update
  • 10/10

বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে ৷ সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে ৷ ফলে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে ৷ দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি বেড়ে যাবে ৷ আগামী ৫ দিন উচ্চচাপ বলয় বঙ্গোপসাগরে অবস্থান করবে।  সেজন্য স্বাভাবিকের থেকে অনেকটা বেশি চলছে রাতের তাপমাত্রা। 

Advertisement