scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ভ্রূকুটি, কলকাতায় চড়বে পারদ, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৭ ডিগ্রি

কলকাতায় কমল ঠান্ডার দাপট
  • 1/10

কলকাতায় কমল ঠান্ডার দাপট। তবে জেলাগুলিতে ঠান্ডা একইরকম। আগামী ৪৮ ঘণ্টা পর থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
 

মকর সংক্রান্তি এলেই সাধারণত শীত খানিকটা থিতু হয়ে যায় রাজ্যে
  • 2/10

মকর সংক্রান্তি এলেই সাধারণত শীত খানিকটা থিতু হয়ে যায় রাজ্যে। জেলার দিকে তাপমাত্রা কম থাকলেও কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলগুলিতে তাপমাত্রা বেড়ে যায়। এবারেও তা-ই ঘটতে চলেছে।
 

১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে
  • 3/10

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ ও কাল আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই। ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। 
 

Advertisement
১৪-১৫ তারিখ সামান্য চড়বে পারদ
  • 4/10

হাওয়া অফিস এও জানিয়েছে, ১৪-১৫ তারিখ সামান্য চড়বে পারদ। আগামী ১৪ তারিখ মকর সংক্রান্তির দিন কলকাতা সহ দুই বঙ্গের রাতের তাপমাত্রা সাময়িকভাবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠার সম্ভাবনা থাকছে। 
 

১৪ তারিখ থেকে তাপমাত্রা বৃদ্ধির কারণ দু'টি পশ্চিমী ঝঞ্ঝা
  • 5/10

১৪ তারিখ থেকে তাপমাত্রা বৃদ্ধির কারণ দু'টি পশ্চিমী ঝঞ্ঝা।
 

১৩-১৫ ডিগ্রির মধ্যে থাকারই সম্ভাবনা থাকছে
  • 6/10

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। কাল তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রির মধ্যে থাকারই সম্ভাবনা থাকছে । 
 

জেলাগুলিতে শীত এখনও থাকছে
  • 7/10

তবে জেলার ক্ষেত্রে তা নয়, জেলাগুলিতে শীত এখনও থাকছে। তবে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন নেই।
 

Advertisement
ইতিমধ্যে চলছে গঙ্গাসাগর মেলা
  • 8/10

দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ইতিমধ্যে চলছে গঙ্গাসাগর মেলা। প্রচুর তীর্থযাত্রীর আগমণ হয়েছে। আপাতত গঙ্গাসাগরেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
 

আগামী ১৭ তারিখ পর্যন্ত সাগরে নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই
  • 9/10

আগামী ১৭ তারিখ পর্যন্ত সাগরে নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া এবং সকালের দিকে কুয়াশা থাকবে। 
 

আগামী ১৩ তারিখ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে
  • 10/10

তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পং আগামী ১৩ তারিখ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। (ছবি: PTI)
 

Advertisement