scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Winter Update: ঠান্ডায় কাঁপছে দিল্লি, বাংলার দুয়ারে নিম্নচাপ, আরও নামবে পারদ?

West Bengal Weather News
  • 1/10

সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে দেশের রাজধানী দিল্লি। বেড়েছে বায়ুদূষণের মাত্রাও। সেই সঙ্গে তাপমাত্রা কমে  হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কাঁপছে দেশের রাজধানী। উত্তুরে হাওয়া ঢুকছে বাংলাতেও। শনিবার মরশুমের শীতলতম দিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।   

West Bengal Weather News
  • 2/10

তিন দিন পর পারদ নীচে নেমেছে রাজ্যে। শনিবার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। এটাই মরশুমের শীতলতম দিন। 

West Bengal Weather News
  • 3/10

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা কমেছে। তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে।

Advertisement
West Bengal Weather News
  • 4/10

আগামী কয়েক দিন কলকাতায় রাতের দিকে তাপমাত্রা কমবে। দিনের খুব একটা পারদ পতন হবে না।

West Bengal Weather News
  • 5/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরে হাওয়া ঢুকছে রাজ্যে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা নামার কোনও সুযোগ নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 

West Bengal Weather News
  • 6/10

উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে।

West Bengal Weather News
  • 7/10

আগামিকাল বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ৫ অগাস্ট তা পরিণত হবে নিম্নচাপে। তা যাবে তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে। এখানে সরাসরি প্রভাব পড়ূবে না। সোমবার ও মঙ্গলবার থেকে আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি হবে না।   

Advertisement
West Bengal Weather News
  • 8/10

রাতের তাপমাত্রা খুব একটা বদল হবে না।  দিনের তাপমাত্রা এখন ২৮ ডিগ্রির কাছাকাছি চলছে। সেটা নেমে ২৬ বা ২৭ ডিগ্রির কাছাকাছি চলে আসবে।

West Bengal Weather News
  • 9/10

সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকটা একটু ঠান্ডা থাকবে। দুপুরে তাপমাত্রার পারদ থাকবে স্বাভাবিকে।  তবেএই মুহূর্তে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather News
  • 10/10

আপাতত তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই। অন্তত ১০ ডিসেম্বর পর্যন্ত তো নয়ই। 

Advertisement