পশ্চিম বর্ধমান থেকে পার্শ্ববর্তী বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় কম সময়ে যাতায়াতের জন্য দামোদর (Damodar) নদের উপরে হীরাপুরের রিভারসাইড রোডে বাঁশের কাঁচা সেতু তৈরি হয়েছিল।
বাঁশের সেই সেতু বানানোর ফলে পার্শ্ববর্তী জেলায় যাতায়াতের সময় অনেকটাই কমে যায়। কিন্তু বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডবে সেই বাঁশের সেতু পুরোপুরি ভেঙে যাওয়ায় রীতিমতো সম্মুখীন দুই পাড়ের মানুষজন।
বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যে লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ থাকায়, পুরুলিয়া জেলার অনেক দিনমজুরের ভরসা ছিল বাঁশের তৈরি এই কাঁচা সেতু।
এই পরিস্থিতিতে ওই জায়গায় পাকা সেতু তৈরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা।
তাঁরা জানাচ্ছেন, জনগণের দীর্ঘদিনের দাবি ছিল পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া ও পুরুলিয়ার মধ্যে যোগাযোগের সুবিধার জন্য দামোদর নদের উপরে পাকাপাকি ভাবে সেতু তৈরি করা হোক। তাহলে মানুষের সমস্যা অনেকটাই কমবে।