scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: শীতের আমেজ বাড়বে না কমবে? কী বলছে হাওয়া অফিস?

বাংলায় বিয়ের মরসুম শুরু
  • 1/11

উৎসবের পর্ব মোটামুটি শেষ। বাংলায় বিয়ের মরসুম শুরু হয়ে গিয়েছে। 

শীতের আমেজ বাড়বে না কমবে
  • 2/11

এমতাবস্থায় শীতের আমেজ বাড়বে না কমবে, তা জানতে চাইছেন অনেকেই। 

খাতায়-কলমে হয় তো শীত আসেনি
  • 3/11

দক্ষিণবঙ্গে খাতায়-কলমে হয় তো শীত আসেনি। কিন্তু শীত-শীত ভাব অনেকটাই এসে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে,আগামী ৪-৫ দিনে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। 

Advertisement
মিধিলি ঘূর্ণিঝড়ের প্রভাব
  • 4/11

এর আগে, মিধিলি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা ঠাণ্ডার আমেজ কমেছিল। আকাশ মেঘলা ছিল। 

শীতের আমেজে কিছুটা বাধা এসেছিল
  • 5/11

ফলে শীতের আমেজে কিছুটা বাধা এসেছিল। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রার পারদ নামেনি।

দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাত
  • 6/11

মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা
  • 7/11

তবে এটা বাদ দিলে, আপাতত পশ্চিমের জেলাগুলিতে আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

Advertisement
আকাশ আংশিক মেঘলা
  • 8/11

সোম ও মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা হওয়ায় ফের কিছুটা গরম-গরম ভাব থাকতে পারে।

বাতাসে জলীয় বাষ্প
  • 9/11

বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা থাকবে। ফলে ঠিক সেভাবে ঠাণ্ডার অনুভূত হবে না। 

আকাশ সাফ হলে শীতের আমেজ
  • 10/11

কিন্তু সপ্তাহের শেষে আকাশ সাফ হলে শীতের আমেজ বাড়তে পারে। 

শীত-শীত ভাব
  • 11/11

তবে তার মানেই যে শীতকাল এসে যাবে, তা কিন্তু নয়। এটি পুরোটাই শীত-শীত ভাব। 

Advertisement