রাজ্যে আপাতত কোনও ওয়েদার সিস্টেম নেই, তাই বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)।
তবে আজ দার্জিলিং ও কালিম্পংয়ের ২-১ জায়গায় হতে পারে হালকা বৃষ্টিপাত। সঙ্গে থাকতে পারে মেঘলা আকাশ।
একইসঙ্গে তাপমাত্রারও আপাতত তেমন কোনও পরিবর্তন নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন - এই ফলের বীজে থাকে সায়ানাইড, ভুলেও যেন পেটে না যায়
সেক্ষেত্রে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে কনকনে শীত (Winter) কবে নাগাদ, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।
এক্ষেত্রে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার নিচে নামলে এবং তেমন পরিস্থিতি লাগাতার ২-৩ দিন স্থায়ী হলে ধরে নেওয়া হয় শীত এসেছে।