এবারের শীতে কম দাপট দেখায়নি বৃষ্টি। তবে এবার শীতের সঙ্গে বৃষ্টিরও বিদায়ের পালা। আর সেই সঙ্গে বাড়বে গরম। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সকালের দিকে এখন থেকে গরম অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহেই আরও বাড়বে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের একদম পশ্চিমের জেলা পুরুলিয়া ,বাঁকুড়া, ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গোটা বাংলা জুড়েই আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না, তবে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকলো ২৪ ডিগ্রি, স্বাভাবিক বলছে হাওয়া অফিস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকলো ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিক বলছে হাওয়া অফিস।