Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: সাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সতর্কতা

  • 1/10

আজ বাংলার ২০টি জেলার ১০৮টি পুরসভায় রয়েছে নির্বাচন। আর তার মাঝেই আবহাওয়া পরবর্তন। রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

  • 2/10


হাওয়া অফিস বলছে, শীতের বিদায় ও গ্রীষ্মের শুরুর মুখে আবহাওয়া পরিবর্তনের  কারণেই বৃষ্টি হচ্ছে। 
 

  • 3/10


বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে কারণে রবিবার রাজ্য জুড়েই হাল্কা বৃষ্টির  সম্ভাবনা রয়েছে।
 

Advertisement
  • 4/10

উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।  তবে ২৮ ফেব্রুয়ারি সোমবার  সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
 

  • 5/10

দক্ষিণবঙ্গে এদিন  বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। ২৮ ফেব্রুয়ারি সোমবার  দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
 

  • 6/10

দুই বঙ্গেই আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
 

  • 7/10

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। এ দিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। 
 

Advertisement
  • 8/10

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে পরবর্তী ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। 

  • 9/10

এই নিম্নচাপের ফলে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে এই সময়ের মধ্যে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

  • 10/10

তবে সোমবারের পর থেকে রাজ্যে  শুষ্ক হবে আবহাওয়া। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। 
 

Advertisement