কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এর ফলে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর, শুক্রবার নাগাদ বাংলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের সম্ভাবনা আছে।
শুক্রবার, ১৫ ডিসেম্বর এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। ভোরে পারদ নেমে দাঁড়ায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-এর কিছু স্থানে তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে নেমে যায়।