scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: এখনই বিদায় নয় শীতের, হতে পারে বৃষ্টিও; পূর্বাভাস

 Weather Forecast
  • 1/10

মাঘের শেষেও শীতের আমেজ রাজ্য জুড়ে। আগামী কয়েকদিন এই আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিসের। 

 Weather Forecast
  • 2/10

জাঁকিয়ে শীত না পড়লেও আগামী কয়েকদিন জেলাগুলিতে  তাপমাত্রার পারদ নামবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
 

 Weather Forecast
  • 3/10

মেঘ কেটে আকাশ পরিষ্কার হতেই হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া৷ যার জেরে কলকাতা  শহরে ফিরেছে শীত৷ উত্তুরে হাওয়ার দৌলতে শনিবার কলকাতায় ভালোই ঠান্ডা টের পেয়েছে শহরবাসী৷ রবিবারও বহাল শীতের আমেজ৷ 

Advertisement
 Weather Forecast
  • 4/10

রবিবার  কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে  ১৪ ডিগ্রিতে৷ যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে৷ তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই৷

 Weather Forecast
  • 5/10


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। প্রধানত পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে।
 

 Weather Forecast
  • 6/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিনের পঞ্চম দিনে দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া আর কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই।
 

 Weather Forecast
  • 7/10

তবে  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের পর সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে৷  এরপরই একটু একটু করে বাড়বে তাপমাত্রা৷  
 

Advertisement
 Weather Forecast
  • 8/10

এদিকে  উত্তর-পশ্চিম ভারতে নতুন করে হাজির হচ্ছে  একটি পশ্চিমি ঝঞ্ঝা৷ তার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া৷ যদিও শহরে বৃষ্টি হবে না৷

 Weather Forecast
  • 9/10

 এর আগে পশ্চিমি ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতে মাঘ মাসের শেষে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে৷ তেমনটা হওয়ার সম্ভাবনা এবার দক্ষিণবঙ্গে নেই বলেই জানিয়েছেন আবহবিদরা৷

 Weather Forecast
  • 10/10

 উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টিপাত হতে পারে৷ এছাড়া সার্বিকভাবে আবহাওয়ার উন্নতিতে রাজ্যের সব জেলাতেই কম-বেশি শীতের আমেজ বজায় রয়েছে৷

Advertisement