scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে পারদ, চলতি সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

 Bengal Weather Forecast
  • 1/12


আজ ভ্যালেন্টাইন্স ডে। আর সোমবার  এই প্রেম দিবসে শহর কলকাতায়  বহাল শীতের আমেজ৷
 

 Bengal Weather Forecast
  • 2/12


হাওয়া অফিস বলছে  উত্তুরে হাওয়া ও তাপমাত্রার পারদ পতনের কারণে সারাদিনই রাজ্য জুড়ে শীতের আমেজ থাকবে। তবে  জাকিয়ে ঠাণ্ডা ও কাঁপুনি আর ধড়বে না।
 

 Bengal Weather Forecast
  • 3/12

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা এভাবেই স্বাভাবিকের খানিকটা নীচে থাকবে। বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই। ফলে শীতের আমেজ বজায় থাকবে। 
 

Advertisement
 Bengal Weather Forecast
  • 4/12

শনিবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নেমেছিল শহর কলকাতায়। রবিবার স্বাভাবিকের ৪ ডিগ্রি কম ছিল পারদ।  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আরও দিন দুয়েক তাপমাত্রার গতিপ্রকৃতি এমন নিম্নমুখীই থাকবে। 
 

 Bengal Weather Forecast
  • 5/12

এদিন সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকলো ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম।

 Bengal Weather Forecast
  • 6/12

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। প্রধানত পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে।
 

 Bengal Weather Forecast
  • 7/12

উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত পরিষ্কার আকাশ, তবে বুধ ও বৃহস্পতিবার  দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া আর কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই।
 

Advertisement
 Bengal Weather Forecast
  • 8/12

তবে  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের পর সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে৷  এরপরই একটু একটু করে বাড়বে তাপমাত্রা৷  

 Bengal Weather Forecast
  • 9/12

এদিকে  উত্তর-পশ্চিম ভারতে নতুন করে হাজির হচ্ছে  একটি পশ্চিমি ঝঞ্ঝা৷ তার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া৷ যদিও শহরে বৃষ্টি হবে না৷

 Bengal Weather Forecast
  • 10/12

 এর আগে পশ্চিমি ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতে মাঘ মাসের শেষে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে৷ তেমনটা হওয়ার সম্ভাবনা এবার দক্ষিণবঙ্গে নেই বলেই জানিয়েছেন আবহবিদরা৷
 

 Bengal Weather Forecast
  • 11/12


আবহাওয়া দফতর বলছে, আপাতত মাঘের শেষে জমিয়ে ব্যাটিং করবে শীত। ফলত ফাল্গুনের শুরুতেও পাওয়া যাবে শীতের  আমেজ। তবে তারপর থেকেই চড়বে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে পরিষ্কার থাকবে আকাশ।
 

Advertisement
Bengal Weather Forecast
  • 12/12

সব মিলিয়ে আগামী দিন পাঁচেকই চলতি মরশুমে বঙ্গে শীতের শেষ স্পেল, এমনটাই মনে করছে হাওয়া অফিস। তারপর থেকে ধীরে দীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। শীতের আমেজ হবে ফিকে। রাজ্যজুড়ে নামবে বসন্ত।
 

Advertisement