scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast:কাল থেকেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় দুর্যোগ?

Weather Forecast
  • 1/10

বুধবারের তুলনায় বৃহস্পতিবার আরও কমল তাপমাত্রার পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

Weather Forecast
  • 2/10

তবে বার বার পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় বঙ্গে এখন দুর্বল শীত। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সপ্তাহান্তে ফের দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Forecast
  • 3/10


  আলিপুর আবহাওয়া দফতর  জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে । তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন। 

Advertisement
Weather Forecast
  • 4/10

হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে শীত উধাও হয়ে নামতে পারে বৃষ্টি। শুক্রবার থেকে মেঘলা হতে শুরু করবে আকাশ। বাড়বে তাপমাত্রা।

Weather Forecast
  • 5/10

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪  ঘণ্টায় দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। তবে ২১ ও ২২ তারিখ দুই চব্বিশ পরগনা ,হাওড়া,কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাত হবে। 

Weather Forecast
  • 6/10

 ২৩ ও ২৪ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। বিশেষ করে পশ্চিমের জেলা  বাঁকুড়া, পিরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। 

Weather Forecast
  • 7/10

তবে ২৫ তারিখ থেকে আকাশ পরিষ্কার হবে। এদিকে রাতের তাপমাত্রা আগামী তিন-চার দিনের অনেকটাই বাড়বে। বৃষ্টি কমে গেলে ২৫  তারিখ থেকে আবার তাপমাত্রা কমবে।

Advertisement
Weather Forecast
  • 8/10

 উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ারে ২২ তারিখ থেকে ২৪  তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। দুই এক জায়গায় শিলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। 
 

Weather Forecast
  • 9/10


 এই বৃষ্টিপাতের ফলে আবারও কৃষকদের চাষবাসের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।  শীতে এই বৃষ্টির মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া।

Weather Forecast
  • 10/10

 ২৫ তারিখের  পরে মাঘে আর জাঁকিয়ে শীত ফিরবে কিনা, সেসম্পর্কে কিছু বলতে পারেনি আবহাওয়া দফতর।

Advertisement