scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: আজও দাপুটে ব্যাটিং জারি শীতের, কাল থেকেই কি বদলাচ্ছে আবহাওয়া?

Bengal Weather Forecast
  • 1/9

নতুন বছরের পঞ্চম দিনও শীতের আমেজ বাংলা জুড়ে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার থেকেই বদলে যাবে আবহাওয়া, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

Bengal Weather Forecast
  • 2/9

হাওয়া অফিস বলছে, আগামী চার  দিন দুই বঙ্গেই পরিষ্কার আকাশ। অর্থাৎ রবিবার পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। 

Bengal Weather Forecast
  • 3/9


চলতি সপ্তাহে এখনও পর্যন্ত  বাংলার আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। বর্তমানে রাজ্যে যেমন ঠান্ডা রয়েছে, আগামী ২৪  ঘণ্টাও সেই ঠান্ডা থাকবে।

Advertisement
Bengal Weather Forecast
  • 4/9


বুধবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম, বলছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই।  উত্তুরে হাওয়ার কারণে ঠান্ডার আমেজ থাকবে সারাদিন। মঙ্গলবার শহরের  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭  ডিগ্রি সেলসিয়াস।

Bengal Weather Forecast
  • 5/9

মঙ্গলবারের মতো বুধবার সকালেও ঘন কুয়াশায়  ঢেকেছিল শহর কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কেটে যাবে কুয়াশা।

Bengal Weather Forecast
  • 6/9

আগামী ৬  তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির আশে-পাশেই থাকবে। জেলাতে আরেকটু কম থাকবে। 

Bengal Weather Forecast
  • 7/9


তবে ২৪ ঘণ্টা পর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। কারণ উত্তর-পশ্চিম ভারতে এখন একটি পশ্চিমী ঝঞ্ঝা আছে। আর তার কারণে রাজ্যের উত্তর-পশ্চিম দিকে শীতল হাওয়া বাধা পাচ্ছে । পাশাপাশি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে।

Advertisement
Bengal Weather Forecast
  • 8/9


 আগামী তিনদিন  দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশার প্রভাব থাকবে। রাজ্যের বাদবাকি জেলাতে হালকা কুয়াশা দেখা যাবে।
 

Bengal Weather Forecast
  • 9/9

ঝঞ্ঝা কাটলেও শীত ঝড়ো ব্যাটিং শুরু করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান হাওয়া অফিস। যদিও উপভোগ্য শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
 

Advertisement