রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝেমধ্যেই অস্ত্র উদ্ধারের খবর আসে। এবার সেই তালিকায় যুক্ত হল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা। গোপনসূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল বেঙ্গল এসটিএফ। উদ্ধার করা হল ১৯০ রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার করা হয়েছে আবদুল রশিদ মোল্লা ওরফে হাজি রসিদ মোল্লা নামে এক ব্যক্তিকে।
জানা গিয়েছে ধৃত ব্যক্তি মাছের করবারের সঙ্গে যুক্ত। ফিসারিতে মাছ চাষ করে। বেশ কয়েক বছর আগে ধৃতের ছেলে ভাঙর এলাকা থেকে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল বলেও জানা গিয়েছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে আশিক ইকবাল গাজি, আবদুল সেলিম গাজি ও জয়ন্ত দত্ত নামে আরও ৩ জনকে। ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশের স্থানীয় থানার সঙ্গে মিলে তল্লাশি চালিয়ে ১৯০টি তাজ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বেঙ্গল এসটিএফ। এছাড়া ৯টি ১২ বোরের কার্তুজসহ উদ্ধার হয়েছে একটি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্রও।
তদন্তকারীদের একাংশ মনে করছেন, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র চালানোর ঘটনা ঘটছে, সেগুলি সাপ্লাইয়ের নেপথ্যে এই ধৃতদের হাত থাকতে পারে। এদিকে এই বিষয়ে এলাকার বিধায়ক তথা জেলার দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন, পুলিশ সক্রিয় বলেই এই ধরনের বিষয় ধরা পড়ছে। এর জন্য পুলিশকে অভিনন্দনও জানান তিনি।
রিপোর্টার-প্রসেনজিৎ সাহা