Mamata Banerjee : ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের অভিযোগ, এবার কেন্দ্রকে চিঠি রাজ্যের

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে। বাংলায় কথা বললেই অত্যাচার করা করা হচ্ছে। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের অভিযোগ, এবার কেন্দ্রকে চিঠি রাজ্যের Mamata Banerjee
হাইলাইটস
  • ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে
  • বাংলায় কথা বললেই অত্যাচার করা করা হচ্ছে
  • অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে। বাংলায় কথা বললেই অত্যাচার করা করা হচ্ছে। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যার সমাধানে কেন্দ্র সরকারকে রাজ্যের তরফে চিঠি লেখা হয়েছে বলেও জানালেন তিনি। 

সুতির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের লোকেদের উপর আক্রমণ হচ্ছে। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। আমাদের রাজ্যেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে। আমরা তাদের ভালোবাসি। তোমরা কেন তাদের ভালোবাসতে পারবে না?' 

তারপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, 'পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে সামিরুল ইসলাম চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র সচিবকে। রাজ্যের মুখ্যসচিবও চিঠি পাঠিয়েছেন। এমন বিভাজন করা উচিত নয়।' 

কেন্দ্রকে মমতার পরামর্শ, 'আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। রাজ্যে রাজ্যে বিরোধ করলে দেশ ভালো থাকে না। রাজপাঠকে আলাদা রাখো। এটা সবাইকে পালন করতে হয়। রাজধর্ম পালন করতে হবে। রাজনীতি সম্পূর্ণ আলাদা জিনিস। সেটা মাথায় রাখতে হবে। ভুলে গেলে চলবে না।' 

গতকাল মুর্শিদাবাদের বহরমপুর থেকে পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গটি প্রথম উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ওড়িশাতে বাঙালিদের উপর নির্যাতন চালানো হচ্ছে। ওড়িশা ছাড়াও আরও একাধিক রাজ্যে এমনটা হচ্ছে বলেও দাবি করেন তিনি। 

মঙ্গলবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন। জানান, তিনি থাকতে ওয়াকফ লাগু হবে না পশ্চিমবঙ্গে। তাই সংখ্যালঘুদের চিন্তার কোনও কারণ নেই। হিংসা না ছড়ানোর বার্তাও দেন তিনি। সাফ জানান, ওয়াকফের নামে হিংসা ছড়ালে তিনি সঙ্গে থাকবেন না।    

 

POST A COMMENT
Advertisement