Bangladeshi Arrested: বেঙ্গালুরুতে পুনিত সেজে শ্রমিকের কাজ, মালদায় গ্রেফতার সেই বাংলাদেশি হৃদয় মিঞা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘাঁটি গেড়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত হৃদয় মিঞা আদতে বাংলাদেশের নাগরিক। নাম পাল্টে ভারতে পুনিত সিং হয়ে বসবাস করছিল হৃদয়। ভারতীয় নাম পরিচয়ে সে বসবাস করত বেঙ্গালুরুতে। ভিনরাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় শুরু হওয়ার পরই মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর দিয়ে বাংলাদেশে পালানোর পথে ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার হয় এই বাংলাদেশি অনুপ্রবেশকারী।

Advertisement
 বেঙ্গালুরুতে পুনিত সেজে শ্রমিকের কাজ, মালদায় গ্রেফতার সেই বাংলাদেশি হৃদয় মিঞা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘাঁটি গেড়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘাঁটি গেড়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত  হৃদয় মিঞা আদতে বাংলাদেশের নাগরিক। নাম পাল্টে ভারতে পুনিত  সিং হয়ে বসবাস করছিল হৃদয়। ভারতীয় নাম পরিচয়ে সে বসবাস করত বেঙ্গালুরুতে। ভিনরাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় শুরু হওয়ার পরই মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর দিয়ে বাংলাদেশে পালানোর পথে ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার হয় এই বাংলাদেশি অনুপ্রবেশকারী। 

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।  ধৃত বাংলাদেশি নাগরিক  হৃদয় মিঞার (বয়স ২০) বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। পাঁচ বছর আগে সে ভারতে আসে। জাল ভোটার কার্ড বানিয়ে বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করত। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল মালদার মহদিপুর সীমান্ত দিয়ে। আর সেই সময় তাকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করে। শনিবার ওই যুবককে মালদহ জেলা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা হচ্ছে বলে খবর।

 হৃদয় মিঞার গ্রেফকার নিয়ে শুরু হয়েছে তৃণমূল- বিজেপি তরজা।  উত্তর মালদা জেলার বিজেপি সভাপতি প্রতাপ সিং-এর অভিযোগ, শাসক দলের প্রচ্ছন্ন মদতেই এই রাজ্যের মাটি ব্যবহার করে অনুপ্রবেশ হয়।  অন্যদিকে জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর  দাবি,সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা বিএসএফের। আর যে বাংলাদেশিকে ধরা হয়েছে তাকে এই রাজ্যের পুলিশি গ্রেফতার করেছে।

রিপোর্টারঃ মিলটন পাল

POST A COMMENT
Advertisement