Bardhaman Station: বর্ধমান স্টেশন হুড়োহুড়িতে আহত একাধিক, রেল বলল,'পদপিষ্টের ঘটনা নয়'

পদপিষ্টের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল। সেই সঙ্গে তারা স্পষ্ট করেছে, কারও মৃত্যু হয়নি। স্বাভাবিক ভিড়ই ছিল। ৩ জন আহত হাসপাতালে ভর্তি।

Advertisement
বর্ধমান স্টেশন হুড়োহুড়িতে আহত একাধিক, রেল বলল,'পদপিষ্টের ঘটনা নয়'বর্ধমানে স্টেশনে পদপিষ্টের পরিস্থিতি
হাইলাইটস
  • বর্ধমান স্টেশনে পদপিষ্টের মতো পরিস্থিতি।
  • রেল জানাল, আহত ৩ জন।

ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি। আর তার জেরে রবিবার সন্ধেয় কার্যত পদপিষ্টের মতো পরিস্থিতি বর্ধমান স্টেশনে! পড়ে গিয়ে আহত হলেন একাধিক যাত্রী। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। রেলের দাবি, পদপিষ্টের কোনও ঘটনা ঘটেনি। আহত ৩।

পদপিষ্টের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল। সেই সঙ্গে তারা স্পষ্ট করেছে, কারও মৃত্যু হয়নি। স্বাভাবিক ভিড়ই ছিল। ৩ জন আহত হাসপাতালে ভর্তি। রেলের বিবৃতি অনুযায়ী, রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনের ফুটওভার ব্রিজ থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মে স্বাভাবিক একজন মহিলা আচমকা ভারসাম্য হারিয়ে ফেলেন। সিঁড়িতে পড়ে যান। সেই ভার গিয়ে পড়ে অন্যান্য যাত্রীদের উপর। প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ এবং রেলওয়ে কর্মীরা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন। রেলওয়ে ডাক্তাররাও উপস্থিত ছিলেন। আহত ৩ জনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঠিক কী ঘটেছিল?

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে বাড়ে ভিড়ের চাপ। ৪, ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ট্রেন। ৪ নম্বরে বর্ধমান-হাওড়া লোকাল, ৬ নম্বরে রামপুরহাট লোকাল আর ৭ নম্বরে দাঁড়িয়েছিল আসানসোল লোকাল। তিনটি প্ল্যাটফর্মেই ট্রেন থাকার কারণে প্রচুর মানুষ। শুরু হয় হুড়োহুড়ি। অস্বাভাবিক ভিড়ে শুরু হয় ধাক্কাধাক্কি। অনেকে পড়ে যান। তবে গুরুতর ঘটনা ঘটেনি। আহত উদ্ধার করে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে পৌঁছন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তাঁর অভিযোগ, রেলের গাফিলতিতেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে।

একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতেই পারত। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রেলের যাত্রীসুরক্ষা। তবে রেলের বক্তব্য, একজন মহিলা আচমকা ভারসাম্য হারিয়ে পড়ে যেতেই বিপত্তি। তাঁর ওজন অন্যদের উপরে গিয়ে পড়ে। তাছাড়া ভিড় স্বাভাবিকই ছিল। রেল বলছে, আহত ৩ জন। যদিও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষকে উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement