
ফের বীরভূম জেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার দক্ষিণসিজা গ্রামে। গ্রামের শেখ সুরুজ নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বোমা বিস্ফোরণে আওয়াজে ছুটে আসেন এলাকার মানুষ। আতঙ্ক ছড়ায় গোটা গ্রাম জুড়ে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, একটি কংক্রিটের দেওয়াল কার্যত ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যদিও যাঁদের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তাঁদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে, তাঁরা সকলেই ভোরবেলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই এই বিস্ফোরণের আওয়াজ পান তাঁরা।
তাঁদের দাবি কেউ বা কারা বোমা রেখে দিয়ে গিয়েছেন বা বোমার ছুঁড়ে অ্যাটাক করেছেন। তবে অ্যাটাক করা হোক বা বোমা মজুত করা হোক সব কিছুর পিছনে উদ্দেশ্য কী এখন সেটাই বড় প্রশ্ন?
গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে।