Birbhum News: বীরভূমে বেআইনি পেট্রোল পাম্পের রমরমে ব্যবসা, প্রশাসন নাকি জানতই না

অনুব্রত মণ্ডলের গড়ে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রোল পাম্প। এক-দুটো নয়, একেবারে ৪০টা। বিনা আইনি কাগজপত্র ছাড়াই চলছে এই পেট্রোল পাম্প। শুধু বেআইনি নয় বিপদজনকভাবে প্ল্যাস্টিকের ট্যাঙ্কে পেট্রোল মজুত করে চলছে পাম্প। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও লাভের লাভ নাকি কিছুই হয়নি। আর প্রশাসনও কিছুই জানে না। অনুব্রত মণ্ডলের গড়ে কীভাবে এই ধরনের বেআইনি পেট্রোল পাম্প চলছে? শেষমেশ সাংবাদিকরা সেখানে গিয়ে পাম্পের লোকদের প্রশ্ন করতেই ঝাঁপ বন্ধ করে দৌড়ে পালান সকলে।

Advertisement
বীরভূমে বেআইনি পেট্রোল পাম্পের রমরমে ব্যবসা, প্রশাসন নাকি জানতই নাঅনুব্রত গড়ে বেআইনি পেট্রল পাম্পের রমরমা ব্যবসা

অনুব্রত মণ্ডলের  গড়ে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রোল পাম্প। এক-দুটো নয়, একেবারে ৪০টা।  বিনা আইনি কাগজপত্র ছাড়াই চলছে এই পেট্রোল পাম্প। শুধু বেআইনি নয় বিপদজনকভাবে প্ল্যাস্টিকের ট্যাঙ্কে পেট্রোল মজুত করে চলছে পাম্প। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও লাভের লাভ নাকি কিছুই হয়নি। আর প্রশাসনও কিছুই জানে না। অনুব্রত মণ্ডলের গড়ে কীভাবে এই ধরনের বেআইনি পেট্রোল পাম্প চলছে? শেষমেশ সাংবাদিকরা সেখানে গিয়ে পাম্পের লোকদের প্রশ্ন করতেই ঝাঁপ বন্ধ করে দৌড়ে পালান সকলে।

 

বীরভূমের শান্তিনিকেতনের এই ঘটনা। নেই কোনও সরকারি অনুমোদন, নেই কোনও কোম্পানির নাম। অর্থাৎ, কোন সংস্থার পেট্রোল মানুষ কিনছেন, তা জানেনই না ৷ শুধুমাত্র পেট্রোল দেওয়ার একটি মেশিন বসিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই পেট্রোল বিক্রি করা হচ্ছে। মেশিনের পিছনে প্লাই বোর্ড দিয়ে ঘেরা ৷ তার পিছনে আছে প্ল্যাস্টিকের বড় ট্যাঙ্ক৷ এই ট্যাঙ্কে বিপদজনক ভাবে অতি দাহ্য পদার্থ পেট্রোল মজুত করা রয়েছে। যে কোনও  সময় ঘটতে পারে ভয়ানক বিপদ ৷ কোনও সুরক্ষা নেই ৷ এভাবেই শান্তিনিকেতন থানার রূপপুর এলাকায় চলছে বেআইনি পেট্রোল পাম্প৷ নজর নেই প্রশাসনের৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫ মাস ধরে চলছে এই বেআইনি পাম্পটি। 

গত ২০২৪ সালের আটই ডিসেম্বর সিউড়িতে একটি বৈঠক করেছিল পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন ৷ তাঁদের অভিযোগ ছিল, বীরভূম জেলাজুড়ে এই রকম বেআইনি ৪০ টি পেট্রোল পাম্প চলছে ৷ পাম্পগুলি অবিলম্বে বন্ধ করার জন্য বীরভূমের জেলা শাসক বিধান রায়ের কাছে লিখিত অভিযোগও করা হয়েছিল অ্যাসোসিয়েশনের তরফে। এমনকি, পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ সেন হুঁশিয়ারি দিয়ে বলেও ছিলেন- যদি দ্রুত বেআইনি পেট্রোল পাম্পগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয় বীরভূমে সব পেট্রোল পাম্প ধর্মঘট ডাকবে। তারপরেও দেখা গেল কোনও হেলদোল নেই প্রশাসনের। শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি বিপদজনক পেট্রোল পাম্প ৷ সাংবাদিকরা প্রশ্ন করতেই তড়িঘড়ি পাম্পের এক কর্মী সাটার গেট বন্ধ করে পালালেন ৷

Advertisement

 

জানা গিয়েছে এই পাম্পের মেশিনগুলি মুম্বাইতে তৈরি হয় ৷ যা অবিকল পেট্রল-ডিজেল পাম্পের মেশিনের মতই ৷ মাটির তলা থেকে সহজেই পেট্রোল তুলে গাড়ি-বাইকের ট্যাঙ্কে ভরা যায় ৷ সংশ্লিষ্ট রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুন বলেন- আমরা কিছুই জানতাম না ৷ পঞ্চায়েত থেকে কোন অনুমতি নেওয়া হয়নি ৷ বেআইনি হলে প্রশাসন ব্যবস্থা নেবে। স্থানীয় এক বাসিন্দা নূরউদ্দিন শাহ বলেন- ৫ মাস থেকে চলছে এই পেট্রোল পাম্প। আমিও তেল ভরেছি৷ আজ দেখলাম পুলিশ এল একজনকে ধরে নিয়ে গেল ও পাম্পটি বন্ধ করে দিল। পরে খবর পেয়ে শান্তিনিকেতন থানার ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে পাম্পটি বন্ধ করে দেয় ও পাম্প কর্মীকে আটক করা হয় ৷

সংবাদদাতা- শান্তনু হাজরা
 

POST A COMMENT
Advertisement