ভূমি ও রাজস্ব দফতরের নকল চালান কারবারে যুক্ত ৫ জনকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। জেলায় সরকারি রাজস্ব কমছে এই নিয়ে ২০২৪-এর জানুয়ারি মাসেই জেলাশাসককে সতর্ক করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জেলা রাজস্ব দফতরে চালান নকল করে ছাপিয়ে রমরমিয়ে ব্যবসা চলছিল রামপুরহাটে। রামপুরহাট ভাড়শালা মোড় থেকে এক ব্যবসায়ীর ছাপাখানা থেকে প্রচুর পরিমাণে নকল চালান উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। তাকে জেরা করে ৪ জনকে গ্রেফতার করা হয়।
সরকারি রসিদ ভূমি ও রাজস্ব দফতর থেকে দেওয়া হয়। ধৃতরা রাজস্ব ফাঁকি দিতে প্রত্যেকটি ট্রাককে কম পয়সায় নকল চালান বিক্রি করতো বলে অভিযোগ। এর জন্য বিভিন্ন জায়গায় তাদের এজেন্ট রাখা হয়েছিল। এই নকল চালান দেখিয়ে বীরভূম থেকে মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ এবং কলকাতা পর্যন্ত ট্রাকগুলি যাতায়াত করত। ফলে জেলা থেকে রাজস্ব আদায় না দিয়েই বালি,পাথর নিয়ে যানবাহন বিভিন্ন জায়গায় যেত। এতে একদিকে যেমন রাজস্ব কমছিল অন্য দিক থেকে একইভাবে পাচার রমরমিয়ে বাড়ছিল। প্রশাসন এ ব্যাপারে কঠোর হতেই নকল কারবারিদের ধরে ফেলে।
আপাতত মো ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল মিরাজ আলি, কার্তিক সাহা, মাসুদ আলম, হাফিজুল শেখ ও মোশারফ হোসেন। তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
সংবাদদাতাঃ শান্তনু হাজরা