Anubrata Mondal: 'পাপের শাস্তি পেয়েছি,' বলছেন অনুব্রত, সক্রিয় কবে থেকে? জবাবে বললেন...

বর্ধমানের শক্তিগড় থেকে জেল ফেরত নেতাকে স্বাগত জানাতে হাজির হন তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, অনুগামীরা। এহেন অনুব্রত কবে স্বমহিমায় ফিরছেন? নীচুপট্টির বাড়িতে পার্টি অফিসে সব উত্তর দিলেন কেষ্ট।

Advertisement
'পাপের শাস্তি পেয়েছি,' বলছেন অনুব্রত, সক্রিয় কবে থেকে? জবাবে বললেন... অনুব্রত মণ্ডল
হাইলাইটস
  • কবে থেকে সক্রিয় ভাবে নামছেন অনুব্রত?
  •  'পাপের শাস্তি পেয়েছি'
  • তিহাড় জেলে ছিলেন অনুব্রত মণ্ডল

১৮ মাস পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলায় তিহাড়ে বন্দি ছিলেন। গত মঙ্গলবার বোলপুরে যখন অনুব্রত ঢুকলেন, রীতিমতো উত্‍সবের আমেজ দেখা গেল। বর্ধমানের শক্তিগড় থেকে জেল ফেরত নেতাকে স্বাগত জানাতে হাজির হন তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, অনুগামীরা। এহেন অনুব্রত কবে স্বমহিমায় ফিরছেন? নীচুপট্টির বাড়িতে পার্টি অফিসে সব উত্তর দিলেন কেষ্ট। জানালেন, কালীপুজোর পর থেকেই সক্রিয় ভাবে ময়দানে নেমে পড়বেন। 

কবে থেকে সক্রিয় ভাবে নামছেন অনুব্রত?

আপনাকে কি আগের মতো সক্রিয় দেখা যাবে? সাংবাদিকদের প্রশ্নে একগাল হেসে অনুব্রত মণ্ডল বললেন, 'আগের মতো কেন কাজ করব না? কী জন্য পার্টি অফিসে আসছি? কী জন্য মানুষের সঙ্গে কথা বলছি? কেউ যেন অশান্তি না করে। সবাই যেন ভাল থাকে।' আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন বলেও জানান তিনি। কলকাতার যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, চিকিত্‍সার করাবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? উত্তরে তৃণমূলের জেলা সভাপতি বললেন, 'আমি মনে করি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা উচিত।'

এরপরেই ভাবুক হয়ে মেয়ে সুকন্যা মণ্ডলের প্রসঙ্গ টানলেন অনুব্রত। বললেন, 'আমার মেয়ে, আমার সন্তান, তাকেও ১৬ মাস জেল খাটানো হয়েছে। সে তো নেতা নয়, সাধারণ বাড়ির মেয়ে। আমি হয়তো এমন কিছু অন্যায় করেছি, পাপের শাস্তি পেয়েছি।' মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সবাই মিলে একসঙ্গে কাজ করারও বার্তা দিলেন তিনি। 

তিহাড় জেলে ছিলেন অনুব্রত মণ্ডল

২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। গ্রেফতারির পর প্রথম দিকে তাঁকে রাখা হয়েছিল আসানসোল সংশোধনাগারে। পরে ওই একই মামলায় ইডিও গ্রেফতার করে তাঁকে। তারপর থেক তিহাড় জেল। ওই একই মামলায় মেয়ে সুকন্যাও কিছু দিন আগে জামিন পান।

Advertisement

 

POST A COMMENT
Advertisement