Birbhum TMC: 'নিরাপত্তা পেতে নাটক', TMC উপ-প্রধানের বাড়িতে বোমাবাজি নিয়ে কটাক্ষ কাজল শেখের

দলীয় উপপ্রধানের বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে কাজল শেখ মুখ খোলায় শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। প্রসঙ্গত তৃণমূলের এই উপপ্রধানের বাড়িতেই কিছুদিন আগে দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ দায়ের করেন ওই উপপ্রধান। সেই বোমাবাজিও নাকি নিরাপত্তা পাওয়ার একটি ষড়যন্ত্র, এমনটাই অভিযোগ কাজল শেখের।

Advertisement
 'নিরাপত্তা পেতে নাটক', TMC উপ-প্রধানের বাড়িতে বোমাবাজি নিয়ে কটাক্ষ কাজল শেখের দলের উপ প্রধানের বিরুদ্ধেই তোলাবাজি-সহ নানা দুর্নীতির অভিযোগ তুললেন কাজল শেখ

নতুন বছরে সমস্ত দলীয় দ্বন্দ্ব মিটে যাবে। বার্তা দিয়েছিলেন বীরভূমের  তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডব। রাজ্য সরকার আয়োজিত হস্ত-কুটির শিল্প মেলায় একমঞ্চে দেখা গিয়েছে জেলা সভাধিপতি কাজল শেখ ও অনুব্রত মণ্ডলকে। হাতে হাত রেখে প্রদীপ প্রজ্জ্বলন করে রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে ৷ রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার সভাপতি হয়েছেন অনুব্রত ৷ তিনি পদে বহাল হতেই ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প দফতরের উদ্যোগে বোলপুরে শুরু হয় হস্তশিল্প মেলা ৷  কিন্তু এই দৃশ্যের পরেই দলের উপ প্রধানের বিরুদ্ধেই তোলাবাজি-সহ নানা দুর্নীতির অভিযোগ তুললেন কাজল শেখ। তাঁর কাছে দলীয় উপপ্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন শেখের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি প্রমাণ রয়েছে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি। 

দলীয় উপপ্রধানের বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে কাজল শেখ মুখ খোলায় শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। প্রসঙ্গত তৃণমূলের এই উপপ্রধানের বাড়িতেই কিছুদিন আগে দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ দায়ের করেন ওই উপপ্রধান। সেই বোমাবাজিও নাকি নিরাপত্তা পাওয়ার একটি ষড়যন্ত্র, এমনটাই অভিযোগ কাজল শেখের। এখানেই শেষ নয়,  এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান কঙ্কালী  ট্রাস্টের থেকে টাকা নিয়েছেন উপপ্রধান। এমন বিস্ফোরক অভিযোগও করেছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর অভিযোগ, ওই উপপ্রধানের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কঙ্কালী গ্রামের বাসিন্দারা। যেখানে  অনুব্রত মণ্ডল দলের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই বলে বার্তা দিচ্ছেন, সেখানে তাঁরই দলের জেলা সভাধিপতি কাজ শেখ দলীয় উপপ্রধানের বিরুদ্ধে মুখ খুলে জানিয়ে দিলেন জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে নিজের জায়গাতেই।

অন‍্যদিকে উপপ্রধান মহম্মদ অহিউদ্দিন ওরফে মামন শেখ  শান্তিনিকেতন থানায় তাঁর বাড়িতে বোমা মারার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু কাজল শেখের মন্তব্যের উত্তর দিতে নারাজ তৃণমূল উপপ্রধান মামন শেখ । প্রসঙ্গত, মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে হত্যার ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে এই ঘটনা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তৃণমূলের এক উপপ্রধানের বাড়ির সামনে রাতে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ ওঠে। অভিযোগ, ওই উপপ্রধানের বাড়ির সামনে রাতে কেউ  বা কারা বোমা ছুঁড়েছে। সিসিটিভি ফুটেজে সেই বিস্ফোরণের ছবিও ধরা পড়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। জানা গিয়েছে কঙ্কালী তলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান মহম্মদ ওহিদউদ্দিন ওরফে মামন শেখের বাড়িতে এই হামলা হয়। প্রসঙ্গত, ২০২০৫ সালের  ১ জানুয়ারি সাংবাদিক বৈঠক করে প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিলেন কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিউদ্দিন  ওরফে মামন শেখ। তারপরেই তাঁর লায়েকবাজারের বাড়িতে  বোমা পড়ে ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উপ-প্রধান মামন শেখ বলেন, "আমি ও আমার পরিবার প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। বাড়িতে এসে বোমা মেরে গিয়েছে ৷ একটা বোমা ফাটেনি ৷ পুলিশকে জানিয়েছি ৷ পুলিশ তদন্ত করুক। দুষ্কৃতীরা ধরা পড়ুক ৷ মালদায়  দেখলেন তো গুলি করে দলের নেতাকে মারা হল ৷ আমিও প্রাণে শেষ হয়ে যেতে পারি।"

Advertisement

সংবাদদাতাঃ শান্তনু হাজরা

POST A COMMENT
Advertisement