বিজেপি নেতা, কর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের BJP-র

নির্বাচন যত এগোচ্ছে ততই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ। যেমন বৃহস্পতিবারই আইপ্যাকের দপ্তর ও আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা।

Advertisement
বিজেপি নেতা, কর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের BJP-রকর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য অভিষেকের
হাইলাইটস
  • নির্বাচন যত এগোচ্ছে ততই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ।
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করল বিজেপির মহিলা মোর্চা।
  • অভিষেকের মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি।

নির্বাচন যত এগোচ্ছে ততই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ। যেমন বৃহস্পতিবারই আইপ্যাকের দপ্তর ও আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে ছুটে যাওয়াকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। অন্যদিকে ঘটে গিয়েছে আরও একটি বড় ঘটনা।

বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করল বিজেপির মহিলা মোর্চা। বুধবার রামপুরহাট থানায় এই এফআইআর দায়ের করেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলার সভানেত্রী রশ্মি দে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার অন্য নেতা-নেত্রীরাও।

ঘটনার সূত্রপাত ৬ জানুয়ারি। ওই দিন বীরভূমের রামপুরহাটের বিনোদপুর গ্রামের মাঠে তৃণমূল কংগ্রেসের রণ সংকল্প সভা আয়োজিত হয়। অভিযোগ, সেই সভায় বক্তব্য রাখার সময় অভিষেক ব্যানার্জি বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশে বলেন, 'বিজেপি যাঁরা করেন তাঁরা সকলেই নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না।' 

আর অভিষেকের এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। অভিযোগকারিণী রশ্মি দে বলেন, 'আমরা ভদ্র ঘরের মহিলা। আমরা কারও মতো অর্ধশিক্ষিত নই। আমরা শান্তিপূর্ণভাবে ও সম্মানের সঙ্গে বিজেপি করি। অভিষেক ব্যানার্জি যে ভাষায় বিজেপি নেতা-কর্মীদের আক্রমণ করেছেন, তা অত্যন্ত আপত্তিকর, অসন্মানজনক ও অসাংবিধানিক।'

রশ্মি দে আরও বলেন, 'তিনি যখন সকল বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে এই ধরনের মন্তব্য করেন, তখন তা আমাদের মা-বোনদেরও অপমান করা হয়। সংবিধানের শপথ নেওয়া একজন সাংসদের মুখে এমন ভাষা আমরা আশা করি না। ভাষার চয়ন ও ব্যবহারই বলে দেয় কার কতোটা শিক্ষা রয়েছে।'

রশ্মি দে অভিযোগ করে বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সমাজে আমাদের মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে। যে দলের স্লোগান মা-মাটি-মানুষ, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কীভাবে মা ও মানুষের সম্মান ক্ষুণ্ণ করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন? আমরা চাই তিনি প্রকাশ্যে ক্ষমা চান। সেই কারণেই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।'

Advertisement

POST A COMMENT
Advertisement