Suvendu Adhikari on SIR Scam: 'SIR-এর ধাক্কায় স্বামী-স্ত্রীর বাবা এক,' বনগাঁয় কী হয়েছে? গুরুতর অভিযোগ শুভেন্দুর

একদিকে এইআইআর শুরু হতে রাজ্যের অবৈধ বাংলাদেশিরা হাকিমপুরের মতো জায়গা দিয়ে পালাতে শুরু করেছেন। এই আবহে এবার শ্বশুরকে বাবা বানানোর জালিয়াতি ফাঁস হয়েছে।

Advertisement
'SIR-এর ধাক্কায় স্বামী-স্ত্রীর বাবা এক,' বনগাঁয় কী হয়েছে? গুরুতর অভিযোগ শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে তোলপাড় ফেললেন শুভেন্দু

শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ডে নাম তোলার ঘটনা সামনে এল। আসলে সবটাই হচ্ছে SIR-এর ধাক্কায়। একদিকে এইআইআর শুরু হতে রাজ্যের অবৈধ বাংলাদেশিরা  হাকিমপুরের মতো জায়গা দিয়ে পালাতে শুরু করেছেন। এই আবহে এবার শ্বশুরকে বাবা বানানোর জালিয়াতি ফাঁস হয়েছে। এই জালিয়াতি ফাঁস করেছেন রাজ্যের বিরোধী দল বিজেপির এক প্রথম সারির নেতা। তিনি সরাসরি রাজ্য সরকারকে বিঁধে একটি দীর্ঘ পোস্ট করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন,  এসআইআরের ধাক্কায় শ্বশুর যখন বাবা। এর স্বপক্ষে তিনি যুক্তি হিসেবে ভোটার তালিকার ছবিও দিয়েছেন।

 

 রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল সাইটে লিখেছেন, 'এসআইআর (SIR) এর ধাক্কায় শ্বশুর যখন বাবা !!! ভোটার তালিকায় স্বামীর বাবা আর স্ত্রী এর বাবা যে একজনই ব্যক্তি, সেটাও SIR এর দৌলতে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ কে। যদিও বঙ্গেশ্বরীর রাজত্বে কোনোও কিছু অসম্ভব নয়। SIR চালু হবার পরে এই রাজ্যে নিত্য নতুন রঙ্গ তামাশা দেখছে রাজ্যের জনগণ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের ২৬৫ নং বুথের ভোটার মণিরুজ্জামান মণ্ডল ও আর্জিনা মণ্ডল, দুজন হলেন স্বামী স্ত্রী। মণিরুজ্জামাল মণ্ডল (ওরফে জামাই, এলাকায় সকলে ওনাকে এই নামেই চেনে) আবার ঐ বুথেরই তৃণমূলের বড় নেতা আর আর্জিনা মণ্ডল হলেন ICDS কর্মী ও পাশাপাশি তৃণমূল কর্মী। দেখা যাচ্ছে যে দু'জনের পিতার নাম মিজানুর মণ্ডল, অর্থাৎ শ্বশুরকেই জন্মদাতা বাবা হিসেবে ভোটার তালিকায় দেখানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে আসলে মিজানুর মণ্ডল হলেন আর্জিনা মণ্ডলের জন্মদাতা পিতা। উক্ত বুথটি আবার রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতি বাসুদেব ঘোষের বুথ। এবং বাসুদেব ঘোষের পুত্রই আবার হলেন ঐ বুথের BLO। এই  মনিরুজ্জামান মণ্ডল আবার তৃণমূলের নেতা বাসুদেব ঘোষের ডান হাত বলে এলাকায় পরিচিত। অভিযোগ যেটা উঠছে তা হলো গিয়ে এই BLOই কারসাজি করে মনিরুজ্জামান মণ্ডল এবং মিজানুর মণ্ডলকে ম্যাপিংএ বাবা ও ছেলে হিসেবে দেখিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারদের ভোটার তালিকায় রাখতে এমন ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। দিকে দিকে ভাড়া করা বাবা-মা'র ছড়াছড়ি, এখানে আবার শশুরমশাই কেই বাবা সাজাচ্ছেন মনিরুজ্জামান মণ্ডল। সঠিকভাবে এসআইআর (SIR) এর কাজ সম্পন্ন হলে এই ধরনের ভুয়ো ভোটার ধরা পড়বে, পশ্চিমবঙ্গের জনসংখ্যাও কমে যাবে, মোদ্দা কথা হল জনবিন্যাস সংশোধিত হবেই...'।

Advertisement

শুভেন্দু ট্যুইটারে আরও লিখেছেন, 'আমি নির্বাচন কমিশনের কাছে BLO এবং ঐ ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখার অনুরোধ করছি এবং এই অভিযোগ সত্য প্রমাণিত হলে এফআইআর দায়ের করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।' ট্যুইটারে তিনি নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে ট্যাগও করেন। 

সংবাদদাতা- সুজয় ঘোষ

POST A COMMENT
Advertisement