হিন্দু শরণার্থীদের নাম SIR-এ না উঠলে কী করতে হবে? জানিয়ে দিলেন শুভেন্দুফের SIR-এর পক্ষে সওয়াল করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সোনাচূড়া শহিদ মিনারে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবিরে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই হিন্দু শরণার্থীদের নাম SIR-এ না থাকলে কী করতে হবে, সেটাও জানিয়ে দিলেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী বা ভারতীয় মুসলিম—সকলের নাম ভোটার তালিকায় থাকবে। শুভেন্দুর হুঁশিয়ারি , 'বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো। পালাও! এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম। হাজার হাজার পালিয়েছে। আগামী দু'তিন দিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। যে পথ দিয়ে ঢুকেছেন, কাঁটাতারের বেড়া নেই, ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান।' বিরোধী দলনেতা বলেন, '২০-২৫ পারসেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে, নিউটাউনে কাজের লোকরা নাই, পালাও হাতে আর ২৪ ঘণ্টা আছে, ৪ তারখের আগে পালাও।'
শুভেন্দু অধিকারী বলেন, 'ভারতের জেনুইন ভোটার হিন্দু ও মুসলিম সকলের নাম SIR-এ থাকবে। বাংলাদেশ থেকে আসা প্রতিটি হিন্দু শরণার্থীকে প্রোটেকশন দেবো, ২-৪ হাজার হিন্দুর সমস্যা হলে আমার কাজ করব, ,সিউও অফিসে পরশু যাব, হিন্দু শরনার্থীদের প্রোটেকশন দেবো।'
এরই পাশাপাশি BLO-দের সুরক্ষা নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী এদিনও বলেন, 'BLO-রা তৃণমূল-BJP কোনও দলের কথা শুনবেন না। শুধু নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারে ৫২ জন BLO অবৈধ কাজ করেছিল বলে জেলে গিয়েছিল। এই অবস্থা যেন আপনাদের না হয়। BLO-দের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশি মুসলমানদের নাম ভেটাার তালিকায় থাকবে না।'