সন্দেশখালি কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে যখন জোরদার তত্পরতা শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), তখন জয়নগরে প্রশাসনিক সভায় তদন্তকারী এজেন্সিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিকে মমতার আক্রমণ, 'সোনাদানা ঘরে রাখবেন কী, ওই সব ইঁদুর, চামচিকেরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনার অর্জিত পয়সা লুঠ করে নিয়ে যাবে। তারপর সিজার লিস্টও পাবেন না।'
'সব ব্যাপারে তৃণমূল। গরুও তৃণমূল। কয়লাও তৃণমূল'
এদিন ২০১২ সালে সারদা কর্তা সুদীপ্ত সেনের গ্রেফতারির প্রসঙ্গ তুলে মমতা বলেন, '২০১২ সালে আমরাই প্রথম গ্রেফতার করেছিলাম সারদা-র মালিককে। সেই কাশ্মীরের বাতালিক থেকে। ২০০ কোটি টাকা ফের দিয়েছিলাম। কিন্তু আপনারা ওদের সব সম্পত্তি নিলেন, সেগুলি বেচে গরিব লোককে টাকা ফেরত দিয়েছেন আজ পর্যন্ত? দেননি। চিটফান্ডকে এনেছিল সিপিএম। একজনকেও গ্রেফতার করা হয়নি সিপিএম-এর। সব ব্যাপারে তৃণমূল। গরুও তৃণমূল। কয়লাও তৃণমূল। ময়লাও তৃণমূল। একটা কাপড়ে যদি কালি পড়ে, সেটাও বলবে তৃণমূল। আসলে তৃণমূলের নামে ভয় পায়। তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে, নাটক করে নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে। ভাবছে, ভোটের আগে সবাইকে গ্রেফতার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে। আর পুরো বিজেপি ডুগডুগি বাজাবে ওখানে। ওতো সোজা নয়। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না।'
এজেন্সি সিজার লিস্ট দিচ্ছে না
এজেন্সি বিভিন্ন জায়গায় তল্লাশিতে গিয়ে যে সব সম্পত্তি বাজেয়াপ্ত করছে, তার সিজার লিস্ট দিচ্ছে না বলে গুরুতর অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, গরিবের অর্জিত পয়সা লুঠ করে নিয়ে যাচ্ছে। তারপর সিজার লিস্টও দিচ্ছে না।
বিজেপি-র লোগো লাগাবো কেন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'কেন্দ্র থেকে ৭৬টি টিম রাজ্যে এসে দেখে যাওয়ার পরেও টাকা দিচ্ছে না। সব প্রকল্পে বিজেপির লোগো লাগাতে বলছে। আমাদের রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছে অথচ ঘর তৈরির টাকা দিচ্ছে না। ভারত-পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে পারি, বিজেপির লোগো লাগাব কেন?'