বিরোধী ভোটারদের নাম কাটছে TMC, Form 7 নিয়ে গুরুতর দাবি অধীরের

Adhir Ranjan Chowdhury: SIR নিয়ে এবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির যোগসাজশের অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন করছে, তা একেবারে লোক দেখানো। পাশাপাশি, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেন, ফর্ম ৭-এর মাধ্যমে আদতে TMC-ই তৃণমূল বিরোধী ভোটার নাম তালিকা থেকে সরিয়ে দিচ্ছে।

Advertisement
বিরোধী ভোটারদের নাম কাটছে TMC, Form 7 নিয়ে গুরুতর দাবি অধীরেরযোগসাজশের বিস্ফোরক অভিযোগ অধীরের
হাইলাইটস
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির যোগসাজশের অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
  • অভিযোগ, তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন করছে, তা একেবারে লোক দেখানো।
  • অধীরের দাবি, TMC-ই তৃণমূল বিরোধী ভোটার নাম তালিকা থেকে সরিয়ে দিচ্ছে।

SIR নিয়ে এবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির যোগসাজশের অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন করছে, তা একেবারে লোক দেখানো। পাশাপাশি, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেন, ফর্ম ৭-এর মাধ্যমে আদতে TMC-ই তৃণমূল বিরোধী ভোটার নাম তালিকা থেকে সরিয়ে দিচ্ছে।

এদিন একটি ভিডিও বার্তায় অধীর চৌধুরী বলেন, "SIR নিয়ে রাজ্যে কী চলছে, তা সকলেই দেখতে পাচ্ছেন। একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে রাজ্যের পুলিশ প্রশাসন- এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে বাংলার মানুষের নাভিশ্বাস উঠেছে।" 

পাশাপাশি কংগ্রেস নেতার অভিযোগ, তৃণমূলের উঁচু স্তরের নেতারা ইতিমধ্যেই নীচুস্তরের নেতাদের বার্তা দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে পারে এমন ভোটারদের নাম ফর্ম ৭-এ ফিলআপ করতে। এই ফর্মের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাতিল করবে।

বিষয়টি ব্যাখ্যা করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেন, "লক্ষ্য করবেন, ৭ নম্বর ফর্ম জমা দিতে হচ্ছে BL0-র কাছে। আপাতদৃষ্টিতে আমাদের মনে হয় BL0-র কাছে এই নাম সংশোধন করার ক্ষমতা রয়েছে। কিন্তু আসলে BLO অ্যাপের উপর দখলদারি করতে পারে ARO ও AERO। তৃণমূল নেতারা এই সুযোগকে কাজে লাগাচ্ছে। BLO-র অজান্তে ARO ও AERO-কে দিয়ে ভোটারটির নাম বাতিল করা হচ্ছে।" অধীরের অভিযোগ, 'বৈধ ভোটারদের নাম বাতিল করে তৃণমূল এখন থেকেই ভোটের বাক্সে চৌর্যবৃত্তি শুরু করেছে।'

পাশপাশি অধীর এদিন দাবি করেন, "এখন তৃণমূল দাবি করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁরা লড়াই করছে। কিন্তু আদতে নির্বাচন কমিশনের কারচুপি, ভোটার তালিকা থেকে নাম বাদ- এগুলি নিয়ে প্রথম আন্দোলন শুরু করেছিল কংগ্রেসেরই রাহুল গান্ধী। আজ তাঁর প্রতিবাদী কথাই দেশে দেশে, ব্লকে ব্লকে ছড়িয়ে পড়েছে।"

কংগ্রেস নেতার অভিযোগ, তৃণমূল মুখে SIR-এর বিরোধিতা করলেও, আসলে রাজ্যের ৮৮ হাজার কর্মীকে দিয়ে  SIR -এর কাজে নির্বাচন কমিশনকে সুবিধাই করে দিচ্ছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement