Bhangar Murder Case : গলা কাটা অবস্থায় উদ্ধার স্বামী, ঝুলছে স্ত্রী-র দেহ; ভাঙড়ে জোড়া খুনে আতঙ্ক

ভাঙড়ে দম্পতির মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থল চন্দনেশ্বর থানার কালীতলা এলাকা। সাত সকালে মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকে আতঙ্ক এলাকায়।

Advertisement
গলা কাটা অবস্থায় উদ্ধার স্বামী, ঝুলছে স্ত্রী-র দেহ; ভাঙড়ে জোড়া খুনে আতঙ্ক Bhangar Murder
হাইলাইটস
  • গলা কাটা অবস্থায় উদ্ধার ব্যক্তির দেহ
  • পাশ থেকেই উদ্ধার স্ত্রী-র দেহ
  • ঘটনায় চাঞ্চল্য ভাঙড়ে

ভাঙড়ে দম্পতির মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থল চন্দনেশ্বর থানার কালীতলা এলাকা। সাত সকালে মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকে আতঙ্ক এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন দু-জনকে খুন করা হল, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। 

নিজেদের বাড়ি থেকেই দম্পতির দেহ উদ্ধার হয়। নিহতদের নাম মোশারেফ পিয়াদা ও শাহানারা বিবি। স্থানীয় সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মোশারেফের দেহ। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে তাঁর স্ত্রী শাহানারা বিবির দেহ। তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

এদিক খবর পেয়েই ঘটনাস্থলে যায় চন্দনেশ্বর থানার পুলিশ। জোড়া দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহতদের পরিজনরা জানাচ্ছেন, শনিবার রাতেই ভিডিও কলে ওই দম্পতির সঙ্গে কথা হয়েছে। হাসতে হাসতেই কথা বলছিলেন তাঁরা। চোখে মুখে কোনওরকম উদ্বেগও ধরা পড়েনি। বাইরে থেকে কেউ এসে এই কাণ্ড ঘটিয়েছেন বলেও দাবি করেছেন স্থানীয়রা। 

এলাকার বাসিন্দারা  আরও জানাচ্ছেন, ওই দম্পতি রাতে তালা দিয়েই শুতে যেতেন। তাই বাইরে থেকে কেউ এসে খুন করেছে স্বামী-স্ত্রী-কে। এদিকে জোড়া দেহ উদ্ধারের খবর চাউর হতেই এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। 
 

POST A COMMENT
Advertisement