কোন জেলায় কী সতর্কতা?শক্তি হারালেও ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বৃষ্টি চলছে বাংলায়। বৃহস্পতিবার ভাল বৃষ্টি হয়েছে কলকাতায়। সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা, দমদম, বিধাননগর-সহ বিস্তীর্ণ এলাকাও ভিজেছে। হাওয়া অফিস বলছে শুক্রবারও বৃষ্টি চলবে। বিশেষ করে উত্তরবঙ্গে শুক্রবর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম ও উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।
উত্তরবঙ্গে লাল সতর্কতা
আগামিকাল, ৩১ অক্টোবর, উত্তরবঙ্গের সব জেলায়, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিক্ষিপ্ত অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (০৭-২০ সেমি) সম্ভাবনা । জলপাইগুড়ি জেলার জায়গায় জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। তবে, মৌসম ভবন জানাচ্ছে, এই দুর্যোগের মেঘ উত্তরের আকাশ থেকে ৩১ তারিখেই কাটছে না। দুর্যোগের আশঙ্কা ১ তারিখেও রয়েছে। অর্থাৎ শনিবারেও উত্তরের জেলায় জেলায় ঝড়-জলের সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহারের জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ অক্টোবর অর্থাৎ রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও
দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও বীরভূমে। পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আগামিকাল জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবারের পর দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া শুরু হবে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তারপর দু'দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।
কলকাতার পরিস্থিতি
বৃহস্পতিবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে কলকাতার একাধিক জায়গায়। হাওয়া অফিস বলছে, কলকাতার আকাশ আগামী কয়েক দিন আংশিক মেঘলা থাকবে। যদিও এখনই শহরে ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।