Weekly Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, নতুন সপ্তাহে টানা ঝড়-বৃষ্টি, কোন জেলায় কী সতর্কতা?

আবারও দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার আকাশ। প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বাদ যাচ্ছে না বাংলাও। ঘূর্ণিঝড় মান্থা স্থলভাগে আছড়ে পড়ার সময়েই বাংলাতেও দুর্যোগের ঘনঘটা। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলা জুড়ে। আগামী সপ্তাহে কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

Advertisement
 ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, নতুন সপ্তাহে  টানা ঝড়-বৃষ্টি, কোন জেলায় কী সতর্কতা?ভারী বর্ষণ কোথায় কোথায়?

আবারও দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার আকাশ। প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বাদ যাচ্ছে না বাংলাও। ঘূর্ণিঝড় মান্থা স্থলভাগে আছড়ে পড়ার সময়েই বাংলাতেও দুর্যোগের ঘনঘটা। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলা জুড়ে। আগামী সপ্তাহে কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের বর্তমান অবস্থান
হাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । এরপর সেটি উত্তর-পশ্চিম ও পরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এরপর গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলের মছলিপতনম ও কলিঙ্গপতনমের মধ্যে কাকিনাড়া অঞ্চলের কাছাকাছি স্থলে প্রবল ঘূর্ণিঝড় আকারে আঘাত হানতে পারে ৷ ল্যান্ডফলের সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার ৷ দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস ৷

বঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ কোনও প্রভাব না-পড়লেও বঙ্গের উপকূলে ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল । ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে । দমকা হাওয়ার গতিবেগ ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যারা গভীর সমুদ্রে রয়েছেন, তাদের ২৭ অক্টোবর সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে । সোমবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । শুক্রবার সমস্ত জেলার অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আপাতত কম । তবে আগামী ৭ দিনে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ সামান্য হলেও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতার আবহাওয়া
 ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কলকাতায় বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে।  বুধবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। শনিবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।  

POST A COMMENT
Advertisement