Dead Body Recover In Belgharia: দাদার পচাগলা দেহ, আরেক ঘরে ভাইয়ের কঙ্কালসার লাশ, বেলঘরিয়ায় 'রহস্য'

বাড়ি থেকে উদ্ধার হল দুই ভাইয়ের পচাগলা মৃতদেহ। বেলঘরিয়ার পূর্বপাড়ার ঘটনা। ৬৮ বছরের ধীরেন্দ্র দে ও তাঁর ভাই ৬৪ বছরের বীরেন্দ্রর দেহ উদ্ধার হয়েছে।

Advertisement
দাদার পচাগলা দেহ, আরেক ঘরে ভাইয়ের কঙ্কালসার লাশ, বেলঘরিয়ায় 'রহস্য'বেলঘরিয়াতে বাড়ি থেকে উদ্ধার হল দুই ভাইয়ের পচাগলা দেহ
হাইলাইটস
  • ৬৮ বছরের ধীরেন্দ্র দে ও তাঁর ভাই ৬৪ বছরের বীরেন্দ্রর দেহ উদ্ধার
  • একসঙ্গে থাকতেন দুই ভাই

বাড়ি থেকে উদ্ধার হল দুই ভাইয়ের পচাগলা মৃতদেহ। বেলঘরিয়ার পূর্বপাড়ার ঘটনা। ৬৮ বছরের ধীরেন্দ্র দে ও তাঁর ভাই ৬৪ বছরের বীরেন্দ্রর দেহ উদ্ধার হয়েছে। একসঙ্গে থাকতেন দুই ভাই। গতকাল সন্ধেয় বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে নিমতা থানায় খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে বাড়ি থেকে দুই ভাইয়ের পচাগলা দেহ উদ্ধার করে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বাড়ির এক ঘর থেকে উদ্ধার হয় বড় ভাই ধীরেন্দ্রর দেহ। পাশের ঘরে পাওয়া যায় বীরেন্দ্রর কঙ্কালসার দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, কয়েক মাস আগেই মৃত্যু হয়েছে ধীরেন্দ্রর৷ এর পর ভাইয়ের দেহ আগলে বসে ছিলেন দাদা বীরেন্দ্র। দিন কয়েক আগে তাঁরও মৃত্যু হয়।

প্রতিবেশীদের দাবি, বীরেন্দ্রকুমার এবং ধীরেন্দ্রকুমারের আরও দুই ভাই ছিলেন। তাঁরা আগেই প্রয়াত হয়েছেন। সব মিলিয়ে চার ভাইয়েরই মানসিক সমস্যা ছিল। তাঁদের একমাত্র বোনের বিয়ে হয়ে গিয়েছে।

POST A COMMENT
Advertisement