
নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা হতে চলেছে রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের। আর এদিনই একেবারে অন্য মেজাজে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। হাতে ডুগডুগি নিয়ে দুর্গাপুরের রাস্তায় প্রাতঃভ্রমণ হাঁটলেন তিনি৷ রাজ্য বিজেপির সবচেয়ে সফল সভাপতির হাতে হঠাৎ ডুগডুগি কেন? প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ বিজেপি যখন নতুন সভাপতি পেতে চলেছে, তার প্রাক্কালে কী বিশেষ বার্তা দিতে চাইলেন দিলীপ ঘোষ?
এ দিন দিলীপ ঘোষকে দুর্গাপুরের রাস্তায় ডুগডুগি বাজাতে-বাজাতে ঘুরতে দেখা যায়। সপার্ষদ মিষ্টিও খান তিনি। কার ডুগডুগি বাজাবেন? এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে দিলীপ ঘোষ বলেন, 'যাঁর বাজবে সে বুঝতে পারবে।' সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপের উত্তর, 'বর্তমান পরিস্থিতির নিয়ে সবাইকে জাগাচ্ছি।' তবে কোন পরিস্থিতি, হঠাৎ করে আজই বা কেন মানুষকে ডুগডুগি হাতে নিয়ে জাগানোর প্রয়োজন হল তা স্পষ্ট করে তিনি কিছু বলেননি। দিলীপ ঘোষ খালি, 'শ্রাবণ মাস পড়ছে। প্রভু মহাদেব ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তাঁর হা
তে ডমরু থাকে সবাইকে জাগানোর জন্য। আমরাও বর্তমান পরিস্থিতির জন্য সবাই জাগাচ্ছি। আসুন লড়াই করুন। তাই ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাতে।'
বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে ঘোষণা হতে চলেছে শমীক ভট্টাচার্যের নাম। তবে সুকান্ত পর নতুন রাজ্য সভাপতির দায়িত্ব কে নিতে চলেছেন বল যখন প্রশ্ন উঠেছিল, তখন অনেকেই দিলীপের নাম নিয়ে জল্পনা করেছিলেন৷ রাজনৈতিক মহলে জোর কানাঘুষো চলছিল, দিলীপ ঘোষ কি আবার নেতৃত্বে ফিরবেন? তবে শেষ পর্যন্ত দেখা গেল নেই তাঁর নাম। এদিন ডুগডুগি নিয়ে দিলীপের হাঁটায় কোনও রাজনৈতিক বার্তা রয়েছে কিনা, তারই কাটাছেঁড়া চলছে রাজনৈতিক মহলে। দিলীপ সাংবাদিকদের জানিয়েছেন, 'শ্রাবণ মাসে মহাদেবের ডমরু বাজে চারদিকে, সবাইকে জাগানোর জন্য। আমরাও বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে জাগাতে ডুগডুগি হাতে নিয়েছি। আসুন সকলে লড়াই করি।'
শমীক ভট্টাচার্যকে নিয়েও মুখ খোলেন তিনি। দিলীপের কথায়, 'আমি যখন দলে আসি তখন রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলেন শমীক। নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। দুটো পদ একসঙ্গে দেওয়া হয় না। তাই তখন প্রেসিডেন্ট করেনি দল। উনি দীর্ঘদিন ধরে আমাদের দলের মুখপাত্র। ভালো কথা বলেন। দল মনে করেছে উনি সংগঠন করতে পারবেন, তাই দায়িত্ব দিয়েছে।'