Bandel Station: আগে টিকিটের দাবি! ব্যাণ্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর মত্ত যুবকদের

টিকিট কাটা নিয়ে বচসা, ব্যাণ্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর মত্ত যুবকদের। আরপিএফ জওয়ানকেও মারধরের অভিযোগ। তাঁর ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগ।

Advertisement
আগে টিকিটের দাবি! ব্যাণ্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর মত্ত যুবকদেরআগে টিকিটের দাবি! ব্যাণ্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর মত্ত যুবকদের
হাইলাইটস
  • সকালে ওভার হেডের তার ছিঁড়ে ট্রেন কাটোয়া-ব্যাণ্ডেল-হাওড়া শাখায় চলাচল বন্ধ হয়ে যায়
  • একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় বহু লোকাল

টিকিট কাটা নিয়ে বচসা, ব্যাণ্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর মত্ত যুবকদের। আরপিএফ জওয়ানকেও মারধরের অভিযোগ। তাঁর ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আতঙ্কিত অন্য যাত্রীরা। তাঁরা এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে ওভার হেডের তার ছিঁড়ে ট্রেন কাটোয়া-ব্যাণ্ডেল-হাওড়া শাখায় চলাচল বন্ধ হয়ে যায়। একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় বহু লোকাল। অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। যদিও সাড়ে ১১টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। বিকেলে ব্যাণ্ডেল রেল স্টেশনে ১ নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ভিড় করেন যাত্রীরা। অভিযোগ সেই সময় কয়েকজন মত্ত যুবক এসে অন্যান্য যাত্রীদের টপকে আগে টিকিট কিনতে যান। এনিয়েই বচসা শুরু হয়ে যায়।

অভিযোগ, এরপর মত্ত যুবকরা কাউন্টারে থাকা রেল কর্মীদের গালিগালাজ করতে থাকেন। তাঁরা কাউন্টারের কাঁচ ভেঙে দেন। আরপিএফের জওয়ানরা পরিস্থিতি সামাল দিতে আসলে মত্ত যুবকরা তাঁদের ওপরেও চড়াও হয়ে মারধর করতে শুরু করেন। যার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দুই যুবক রাজু দাস নামে এক আরপিএফ জওয়ানকে মারধর করছেন। পরে ২ জনকে গ্রেফতার করা হয়।

টিকিট কাউন্টারে থাকা রেল কর্মী ঋত্বিক সরকার জানিয়েছেন, পাশের কাউন্টার থেকে টিকিট নেওয়ার কথা বলা হলেও মত্ত যুবকরা শোনেনি। উল্টে কাউন্টারের কাচ ভেঙে দেয়। রেল কর্মীদের মারধর চেষ্টা করা হয়। রেল পুলিশের গায়েও হাত দেওয়া হয়। ধস্তাধস্তিতে ইউনিফর্ম ছিঁড়ে যায় পুলিশের।

POST A COMMENT
Advertisement