Weather Update till Sunday: আজ ৮ জেলায় সতর্কতা, একাদশী পর্যন্ত ভারী বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতোই কম-বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ভিজেছে কলকাতাও। আবহাওয়া দফতর জানিয়েছিল, নবমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কেমন থাকবে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

Advertisement
 আজ ৮ জেলায় সতর্কতা, একাদশী পর্যন্ত ভারী বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?নবমী থেকেই নিম্নচাপের ভারী বৃষ্টি

এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতোই কম-বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ভিজেছে কলকাতাও। আবহাওয়া দফতর জানিয়েছিল, নবমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কেমন থাকবে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
ষষ্ঠী এবং সপ্তমীতে বৃষ্টি-অসুরের দেখা না মিললেও, রেহাই পেল না অষ্টমী। মঙ্গলবার একটু বেলা গড়াতেই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা।  রাতেও বৃষ্টি  হয়েছে কলকাতায়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের প্রভাবে অষ্টমীর বিকেলে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। নবমী থেকে দশমীর মধ্যে তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং ধীরে ধীরে উত্তর-পশ্চিমে সরবে। এর জেরে নবমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি, দশমী-একাদশীতে অতি ভারী বৃষ্টিতে  ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা।

দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
পূর্বাভাস অনুযায়ী,  নিম্নচাপটি ঘনীভূত হওয়ার পরে ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। ২ অক্টোবর দশমীর দিন পরিণত হবে গভীর নিম্নচাপে। তারপর পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্নিঝড়ে পরিণত হতে পারে। পরে তা আরও অগ্রসর হয়ে অক্টোবর মাসর ৩ তারিখ একাদশীর সকালে দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করবে। এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়াফলায় ১ অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায়। নবমীতে  কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়  বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দশমীতে, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উপকূল সংলগ্ন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায়। বাকি প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে।  একাদশীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
বুধবার নবমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে। দশমীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একাদশী ও দ্বাদশীতে দুর্যোগের আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ ওপরের পার্বত্য পাঁচ জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে। নিচের দিকের জেলা মালদা, দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবারেও উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া
আজ নবমীতে কলকাতায়  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, বুধবার কলকাতায় বৃষ্টি হবে। বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  একাদশীর দিনও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায়।  শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে শহরে। রবিবার কার্নিভালের দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে।


 

POST A COMMENT
Advertisement