Duttapukur Murder: দত্তপুকুরে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার, মাথাটি খুঁজছে পুলিশ

সোমবার সকালে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ ঘিরে উত্তেজনা দত্তপুকুরে (Duttapukur)। ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকায়। গলা কেটে খুন করার পাশাপাশি যুবকের যৌনাঙ্গও উন্মুক্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সোমবার সকালে চাষের জমিতে কাজের জন্য গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তখনই মাঠের ঝোপের মধ্যে একটি রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

Advertisement
দত্তপুকুরে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার, মাথাটি খুঁজছে পুলিশঅযোধ্যায় উদ্ধার যুবতীর নগ্ন লাশ, ধর্ষণ ও খুনের অভিযোগ পরিবারের
হাইলাইটস
  • দত্তপুকুরে উদ্ধার যুবকের গলা কাটা দেহ
  • পাওয়া গেল রক্তমাখা গ্লাস ও চিপসের প্যাকেট

সোমবার সকালে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ ঘিরে উত্তেজনা দত্তপুকুরে (Duttapukur)। ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকায়। গলা কেটে খুন করার পাশাপাশি যুবকের যৌনাঙ্গও উন্মুক্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সোমবার সকালে চাষের জমিতে কাজের জন্য গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তখনই মাঠের ঝোপের মধ্যে একটি রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন স্থানীরা পুলিশে (Duttapukur Thana) খবর দেন। ভালো করে দেখলে বোঝা যায় শরীর থেকে মুণ্ড কেটে আলাদা করা হয়েছে। পাশাপাশি মৃত যুবকের হাত পা-ও বাধা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।  

শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ দেহের মাথা উদ্ধার করতে পারেনি। ফলে এখনও জানা যায়নি মৃতের পরিচয়। পুলিশ জানিয়েছে, ওই যুবকের গলা কাটা,  লিঙ্গ ক্ষতিগ্রস্ত, হাত পা বাধা অবস্থায় ছিল। তবে দেহ দেখে পুলিশের অনুমান মৃত যুবকের বয়স ৪০-এর আশেপাশে। কীভাবে এমন নৃশংস খুন হল তা নিয়ে গ্রামবাসীরাও অবাক। ঘটনাস্থল থেকে রক্ত মাখা একটা গ্লাস ও চিপসের প্যাকেট উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, রাতে খুনের আগে সেখানে মদ্যপানের আসর বসেছিল। কতজন সেই ঘটনা ঘটিয়েছে, তা দেখা হচ্ছে। তবে কারও একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এমনটাই মনে করছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রের খবর, উওর ২৪ পরগনার বারাসত নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াকুর বাজিৎপুরে এলাকায় মাঠের মাঝে চাষের জমি থেকে উদ্ধার হয় এই গলাকাটা মৃতদেহ। পুলিশ জানাচ্ছে, প্রমাণ লোপাটের জন্য দেহ কোনও দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। তাই পরিচয় জানতে সমস্যা পড়তে হচ্ছে তদন্তকারীদের। মৃত যুবক এলাকার বাসিন্দা কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

POST A COMMENT
Advertisement