Bankura Murder: পথ কুকুরদের মারধরের প্রতিবাদ করে বিষ্ণপুরে প্রাণ গেল প্রৌঢ়ের, মাথা থেঁতলে খুন

রাস্তার কুকুরকে মারার প্রতিবাদ করে প্রাণ গেল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণগঞ্জের গড়গড়ান এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুদিন পাল (৫০)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুদিন পালের ভাই অমিতাভ পালও।

Advertisement
পথ কুকুরদের মারধরের প্রতিবাদ করে বিষ্ণপুরে প্রাণ গেল প্রৌঢ়ের, মাথা থেঁতলে খুনপথ কুকুরদের মারধরের প্রতিবাদ করায় দুই ভাইকে বেধড়ক মার, ঘটনায় মৃত্যু এক ভাই-এর


 রাস্তার কুকুরকে মারার প্রতিবাদ করে প্রাণ গেল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণগঞ্জের গড়গড়ান এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুদিন পাল (৫০)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুদিন পালের ভাই অমিতাভ পালও। 

পথ কুকুরদের মারধর করার প্রতিবাদ জানিয়েছিলেন দুই ভাই সুদিন ও অমিতাভ পাল। আর তাতেই এক ভাইকে ইটে করে থেঁতলে খুন করার অভিযোগ উঠল স্থানীয় ২ যুবকের বিরুদ্ধে। বিষ্ণুপুর থানার পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণগঞ্জ গড়গড়ান এলাকার বাসিন্দা পেশায় বালুচরি শিল্পী অমিতাভ পাল ও তাঁর দাদা সুদিন পাল এলাকায় পশু প্রেমী হিসাবেই পরিচিত। প্রতিদিন রাতে ওই দুই ভাই পথ কুকুরদের খাবার দেওয়ার পাশাপাশি আহত পথ কুকুরদের চিকিৎসার ব্যবস্থা করেন। অভিযোগ বালুচরি শিল্পী দুই ভাই কুকুরদের খাবার দিলেও  স্থানীয় দুই যুবক ওই কুকুরদের প্রায়শই বেধড়ক মারধর করে। মঙ্গলবার রাতে স্থানীয় একটি গাজন থেকে বাড়িতে ফিরে বালুচরি শিল্পী অমিতাভ পাল দেখেন তাঁর বাড়ির সামনেই ওই দুই যুবক পথ কুকুরদের বেধড়ক মারধর করছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান অমিতাভ পাল। আর এতেই ওই দুই যুবক ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে অমিতাভ পালকে বেধড়ক মারধর করতে শুরু করে। বিষয়টি নজরে আসতেই দাদা সুদিন পাল ভাই অমিতাভ পালকে বাঁচাতে ঘটনাস্থলে হাজির হয়। এইসময় কোনোক্রমে আক্রমনকারীদের এড়িয়ে সটান বিষ্ণুপুর থানায় হাজির হন আহত বালুচরি শিল্পী অমিতাভ পাল।  থানায় অভিযোগ জানিয়ে কিছুক্ষণ পরে অমিতাভ পাল বাড়িতে ফিরতেই দেখেন বাড়ির সামনের রাস্তায় গুরুতর আহত ও অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন দাদা সুদিন পাল।

 সুদিন পালকে তড়িঘড়ি উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা সুদিন পালকে মৃত বলে ঘোষণা করেন। অমিতাভ পালের দাবী ওই দুই যুবকই ইট দিয়ে থেঁতলে দাদা সুদিন পালকে খুন করেছে। পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement