দেদার মেয়াদ চলছিল উত্তীর্ণ কোল্ডড্রিংকস বিক্রি! হাতেনাতে ধরা পড়ল দোকানি। দোলের সময় এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দুর্গাপুরের বেনাচিতিতে। দোকানে তালা লাগিয়ে হোটেল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রি হচ্ছে। এই খবর পেয়ে দুর্গাপুরের বেনাচিতির ব্লু মুন হোটেলে হানা দেয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় মেয়াদ উত্তীর্ণ বহু কোমল পানীয় ও প্যাকেটজাত খাবার। দোকানে তালা লাগিয়ে ব্যবসায়ীকে আটক করে নিয়ে যায় দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেনাচিতির ওই হোটেলে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়-সহ নানান প্যাকেটজাত খাবার বিক্রি হচ্ছিল। সেই অভিযোগ তাদের কাছে পৌঁছাতেই হানা দেওয়া হয়। ফ্রিজের ভেতর ছিল মেয়াদ উত্তীর্ণ বহু কোল্ড ড্রিংকস ও প্যাকেটজাত খাবার। তৎক্ষণাৎ সেগুলি বাজেয়াপ্ত করা হয়।
ব্যবসায়ী বাপ্পা ব্রহ্মচারীকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যবসায়ী বাপ্পা ব্রহ্মচারী দাবি,"কোলড্রিংকস কোম্পানির ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা নিয়ে যায়নি।"
শিপ্রা মুখোপাধ্যায় নামের এক মহিলার অভিযোগ,"ছেলে নরম পানীয় কিনেছিল। খাওয়ার পর সন্দেহ হয়। তারপরেই দেখে বুঝতে পারি মেয়াদ উত্তীর্ণ। তৎক্ষণাৎ দুর্গাপুর থানার পুলিশকে খবর দিই। পুলিশ পৌঁছে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। একজনকে আটক করেছে। বাজেয়াপ্ত করেছে কোল্ড ড্রিংকসও । যেভাবে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি হচ্ছে তাতে আমরা আতঙ্কিত।"
এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।